LOVE / DEVOTION / FEELINGS / EMOTION
একবার এক যুবতী উচা এপার্টমেন্টের ছাদে হাঁটা-হাঁটি কর্তাছিলো
----------------------------------------------------------------------------------
একপর্যায়ে যুবতী পা ফৈসকা ছাদ থিকা পৈরা গেল।
বাড়ান্দায় দাড়ানো এক আমরিকান ইডা দিখা যুবতীরে ধৈরা ফেল্ল ;
যুবতী কৈল-- তুমি আমারে বাচাইছ, তুমি যা চাইবা তাই পাইবা।
আমরিকান কয়, চল বিছনায় যাই
যুবতী কয়-- দূর হ শয়তান !!
আমরিকান কর্লো কি যুবতীরে ধাক্কা মাইরা ফালায়া দিল---
যুবতীর পতন দিখা অন্য ফ্লোরের বাড়ান্দায় দাড়ানো এক জার্মান-- যুবতীরে ধৈরা ফেল্ল ;
যুবতী কৈল-- তুমি আমারে বাচাইছ, এখন তুমি যা চাইবা তাই পাইবা।
জার্মান কয়, চল তৈলে বিছনায়ই যাই
যুবতী কয়-- দূরে গিয়া মর শয়তান !!
জার্মানও যুবতীরে আবার ধাক্কা মাইরা ফালায়া দিল---
পতনকালে যুবতী চিন্তা কৈরা দেখলো-- ওদের প্রস্তাব শুনলে তার অন্তত এইভাবে মরতে হৈত না................ আফচুস
যাই হোক--- এত কিছু ভাবাভাবির মধ্যে বাড়ান্দায় দাড়ানি এক মুসলমান লোক, চট কৈরা ধৈরা ফেল্ল ওনারে।
সাধে সাথে যুবতী বুদ্ধি কৈরা হাত ধৈরা কৈল............"চল বিছনায়ই যাই"
এই কথা শুইন্যা রাগে বেটায় "আস্তাগফেরুল্লাহ্" কৈয়া দিল এক্টা ধাক্কা ;;;
নেটেত্থন মারছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।