ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!
জেমস গার্ডনার কিছুদিন আগে একটা বেশ অডাসিয়াস আইডিয়া দিয়েছেন। কিছুদিনের মধ্যেই নাকি আমরাই ইউনিভার্স ডিজাইন করবো! কিভাবে?!
একটা উদাহারন হল কম্পিউটিং এর প্রাইস-পারফরমেন্স। এটির দ্বিগুন হওয়ার রেট নিম্নরূপ:
১৯০০ - ৩ বছর
১৯৫০ - ২ বছর
এখন - ১ বছর
আমাদের বায়োটেক ডেটাবেসও বেশ দ্রুত ভরছে। এর মধ্যে একটা ইন্টারেস্টিং অংশ হল আমাদের নিজেদের মস্তিষ্ক। প্রতি বছরই ব্রেন নিয়ে আমাদের ডেটা দ্বিগুন হচ্ছে, আর এগুলোকে কার্যকর মডেল বা সিমুলেশনেও রুপান্তর করা যাচ্ছে।
গার্ডনারের হিসাবে ২০২৯ এর মধ্যে এই দুটো জিনিসের সিনার্জি হবে। মানুষের ব্রেনকে সিমুলেট করতে প্রতি সেকেন্ডে ১০ মিলিয়ন বিলিয়ন ক্যালকুলেশন করা লাগে। ২০২৯ সালে এটি করতে লাগার কথা ১ ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।