আমাদের কথা খুঁজে নিন

   

নিহত স্বরের বেশে

রিজওয়ানুল ইসলাম রুদ্র

Only you can touch my soul With your greedy hands, You can kiss me With your lonely lips You can defeat me With your crazy heart You can burst my eyes into tears ...with your inhuman killing machine! ----------------Rizwanul Islam Rudra ঘুমের নিজস্ব আয়না ছুঁয়ে দেখেছিল হারানো সমাধিপুঞ্জ দুধের সাগর সোনালি শামুকের খোলস ভাঙা নির্ঘুম রজনী আর আকাশের নক্ষত্রখচিত হীরকখণ্ড---ছায়াপথ পাড়ি দিলেই আকাশটা ছোঁয়া যাবে? অন্য সব মৃত্যু যেখানে ছিটকে পড়ে; নিঃসঙ্গ ভোরের দেহে খুঁজে ফেরে ধর্ষণের আলামত! ফরেনসিক ল্যাবরেটরি, অবিনত সিম্পোজিয়াম নগ্নতা মিশে থাকে সবুজ ঘাসের ওপর, এখানে ভগ্ন মাতৃজঠর বেয়ে নেমে আসে একটি অপরিণত শিশু, হিরোশিমা-বিস্ফোরিত মারণাস্ত্র, গ্রেনেড, সাদা ফসফরাস, চারদিকে এখনো বিরাজ করে মৃত্যুময় সাম্যাবস্থা, একই ছায়াপথের নিচে জেগে ওঠা গাছগুলো বেদুইন, ওদেরও জীবন আছে, মৃত্যু যা শাশ্বত চারার মতো গজিয়ে ওঠে কখনো পরজীবী শব্দের মতো মাঝরাতে কেঁদে ওঠা কুকুর, শেয়াল আরো কত নাম না-জানা পশুর চিৎকার...অজানা রহস্যের গন্ধমাখা আর্তনাদ, হাসপাতালে রক্তাক্ত নার্স, এখানেও সেই একই থিওরি অব মেন্টালিটি, ভেসে আসে নিহত স্বরের বেশে ভোরের শবগন্ধ মেশা বাতাসে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.