রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
অফিসে কাজ করছিলাম। মাত্রই এক ভদ্রলোক ফোন করলেন লন্ডন থেকে। একটা সংবাদ দিতে চান। অফিসে আর কেউ ছিল না, আমাকেই ধরতে হলো।
এমন একটা খবর দিলেন শুইন্যা চক্ষে পানি আইসা গেলো (কপিরাইট সম্ভবত হাসিব)।
কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী নাকি ইবনে সিনা হাসপাতালে ভর্তি হইছে। খুব ক্রিটিকাল অবস্থা। বাঁচোনের নাকি চান্স কম।
ভদ্রলোকরে জিগাইলাম লন্ডন বসে এই খবর কৈ পেলেন। জানালেন তার এক ঘনিষ্ট বন্ধু ডাক্তার, চাকরি করে ইবনে সিনা।
সেই বন্ধু তারে এই খবর দিছেন। তবে হাসপাতাল কতৃপক্ষ এবং জামায়াত নাকি এখন খবরটা প্রকাশ করবে না। তাতে নাকি দলের লোকজনের মোরাল (এইটা আবার কি?) কইমা যাইবো।
লন্ডন প্রবাসী এই ভদ্রলোক বড় রকমের যুদ্ধাপরাধী বিরোধী। নির্মূল কমিটির সঙ্গে যুক্ত।
তাঁর ভাষ্যমত যুদ্ধাপরাধীদের বিচার দাবী উঠায় নিজামীর নাকি স্ট্রোক করছে।
আমরা খবর নিলাম। জামায়াত থেকে স্বীকার করলো যে নিজামী হাসপাতালে, তবে খুব সিরিয়াস কিছু না।
বিচার করার আগে নিজামীর মইরা যাওয়া ঠিক হইবো না আসলে।
তয়, নিজামীরে এখন উচ্চ চিকিৎসার্থে সৌদিআরব বা পাকিস্তান যাইতে হইবো নাকি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।