আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বই হামলাকারীদের মধ্যে একজন বাংলাদেশী - পাকিস্তান

কম্পিউটার বিশারদ পেশায়, নেশায় যুক্তিবাদী

পাকিস্তান সরকার মুম্বাই হামলার পর থেকে দেশে তদন্ত চালাচ্ছে কে বা কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখতে। সম্প্রতি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এফ আই এ নামে পাকিস্তানের তদন্তকারী সংস্থাটি। পাকিস্তানের ডন পত্রিকা অনুসারে, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে দশজন হামলাকারীর মধ্যে অন্তত একজন বাংলাদেশী বা বাংলাদেশ বংশোদ্ভূত ব্যক্তি ছিলেন। রিপোর্টে এও বলা হয়েছে, হামলার পরিকল্পনা করা হয়েছিল দুবাইতে এবং আল-কায়দা ও হুজির বাংলাদেশ সংগঠনও এর সাথে জড়িত। পাকিস্তানী, বাংলাদেশী ও ভারতীয় কিছু ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই হামলার সাথে জড়িত। রিপোর্টটি এখন জনসমক্ষে আসার অপেক্ষায় আছে। এ সপ্তাহেই এটি ভারতের হাতে তুলে দেবার কথা পাকিস্তান সরকারের। প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগে ভারত দাবী জানিয়েছিল যে হামলাকারীরা সকলেই পাকিস্তানী ও ঘটনার পেছনে মূল পরিকল্পনাকারী পাকিস্তানী জঙ্গী গোষ্ঠী লস্কর-ই-তৈবা। রিপোর্ট পড়ুন ডন ও টাইমস অব ইন্ডিয়া থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.