প্রায় ১১ বছর ধরে
ভারতের বিখ্যাত শহর
মুম্বই’র বড় একটি
মসজিদের একজন ইমাম মরণব্যাধি এইডস
আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন কয়েক মাস আগে।
৪ সন্তানের জনক আলোচিত এই ইমাম
তার এইডস আক্রান্ত হওয়ার কথা স্ত্রী-সন্তানদের কাছে
গোপন রেখেছিলেন।
সর্বনাশ হতে দেরি লাগেনি,
প্রথমে স্ত্রী, ক’দিন পরে ছোট ছেলেটিও আক্রান্ত হয়।
বর্তমানে এ তিনজনই মহাখালীতে অবস্থিত দেশের
একমাত্র সরকারি সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি আছেন।
মুম্বইর মসজিদের ওই ইমাম কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়লে
সেখানকার এক হাসপাতালে ভর্তি হন।
সেখানে পরীক্ষায় এইডস ধরা পড়ার পর মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে বাংলাদেশে পাঠিয়ে দেন।
তার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। ইমামের স্ত্রী জানান, আমার স্বামী আমাকে বলেননি তার এইডসের কথা। বলেছিল ওখানে আমি একবার অসুস্থ হলে রক্ত নিয়েছিলাম তা থেকেই আক্রান্ত হয়েছি।
অবশ্য কিছুদিন আগে সে আমার ও ডাক্তারদের কাছে স্বীকার করেছে- প্রতি ৩ মাস পর পর ১ বার যেতেন ওখানকার এক পতিতালয়ে।
ইমামের শারীরিক অবস্থা এতই খারাপ যে, হাসপাতাল কর্তৃপক্ষ বাইরের কারও সঙ্গে কথা না বলতে কড়া নির্দেশ দিয়েছেন।
একজন ইমাম হয়েও নিজের জীবন তো শেষ করলোই আমাদের জীবন দু’টোও শেষ করে দিলো। তিনি আরও বলেন, অনেক দিন পর পর একবার বাড়িতে আসতেন কিন্তু দু’তিন দিন যেতে না যেতেই আবার মুম্বই ফিরে যেতেন। বলতেন ওখান থেকে জরুরি ফোন এসেছে।
মানবজমিন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।