আমাদের কথা খুঁজে নিন

   

বুলেটের আঘাতে - সাকীম

ফ্যালকন বয়েজ ক্লাব।

মা, তুমি কোথায়, কত দূরে ? তোমার হাসি মুখে অশ্রুসিক্ত নয়ন-যুগল দেখব বলে ছুটছি কোন তেপান্তরে ? জানি মা, তুমি আমার কাপড় বুকেতে জড়ায়ে পথপানে দাড়িয়ে আছ দুহাত বাড়ায়ে। আর কত দেরী, বল মা, কত দেরী, কবে হবে মুক্তি, বল কবে ফিরি ? কবে তোমার বুকেতে কান পেতে শুনব না বলা হাহাকার গুলো তোমার, আর কবে তোমার কোলেতে মাথা রেখে গল্প শুনব রাক্ষস পরীর, আর ভিজাব আপন ললাট আখিজলের সাগরে তোমার । আর কত দেরী,বল মা, কত দেরী, কবে হবে মুক্তি, বল কবে ফিরি? ওরা যে বিভীষিকা ওরা যে হায়না ওরা যে তোমার কষ্টগুলো বুঝতে চায়না। ওরা যে তোমার ভাষা কেড়ে নিতে চায়। বল মা, একি হয়? তোমার ছেলে একি হতে দিতে পারে? আর একটু সবুর কর মা, তোমার ভাষা তোমার তরে বিলিয়ে দিতে ছুটছি আমি দেশান্তরে। আর কত দেরী, বল মা, কত দেরী, কবে হবে মুক্তি, বল কবে ফিরি? এ কি হল মা, ওরা আমার এ কি করেছে, বুকের মাঝখানটা শত-সহস্র বুলেটের আঘাতে ঝাঝরা করে দিয়েছে, তনুতে তনুতে রক্তে ছেয়ে যাচ্ছে, ধরার প্রদীপগুলোও যেন বেঈমানী করছে তুমি কোথায় মা কত দূরে ??? আমি যে তোমায় একটু দেখবো বলে !!! আর কত দেরী, বল মা, কত দেরী, কবে হবে মুক্তি, বল কবে ফি....রি.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।