আমাদের কথা খুঁজে নিন

   

প্রদীপের শিখা

জলছবি স্মৃতি ছুঁয়ে থাকে হৃদয়াবেগ , ধুয়ে গেছে ধ্বনি তার ; শব্দহীন সময়ের পারাবার ।
ঝাড়বাতির উজ্জল রকমারী রশ্মি স্ফটিক থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ে চারিপাশে বর্নিল বাহারে , তোমার ঘরের শোভা যায় বেড়ে ; মূল্যবান ঝাড়বাতি ঘরের মধ্যখানে ঝুলন্ত -- প্রাচুর্য্যের নির্যাস ঝরে পড়ে । উজ্জল আলোতে ম্লান হয়ে যায় ঘরের কোণে ছোট প্রদীপের আলো , তোমার হৃদয়সূধায় সিক্ত শিখা সে জ্বলে থাকে অনুক্ষন ; আঁধার ঘরে জ্বালিয়ে রাখা নিরবধি প্রদীপের উর্ধ্বমুখী শিখা -- কেঁপে কেঁপে ওঠে দীর্ঘশ্বাসে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।