আমাদের কথা খুঁজে নিন

   

জ্বীন দর্শন

বাংলাদেশের ছোট একটি শহর সিলেট । শান্ত কলাহলহিন পরিবেশ থেকে বেরে ওঠা ,বন্ধু ভাবাপন্ন একটা মানুষ ......। ।

তখন আমি ক্লাস সিক্স অথবা সেভেন-এ পরি। ক্রীকেট খেলতে যেয়ে পাড়ার বড় ভাইয়ার কাছে হেরে জেতাম ।

হেরে যেতাম বললে ভুল বলা হবে..., অই ভাইয়াটা জোর করে হারিয়ে দিতো আমাদেরকে । এমন অসহায় ছিলাম যে কোথাও নালিশ দেবার জায়গা ছিল না । একদিন অই ভাইয়াটা আমাকে বলল, ওর কাছে জ্বিন আসে । আমি স্বরল মনে উনাকে বললাম, তোমার জ্বিন কে দেখব, আর উনার কাছে নালিশ করব যে, তুমি আমাদের জোর করে হারিয়ে দাউ । এক সন্ধায় ভাইয়াটা আমাকে ডেকে পাঠালো তার বাসায় ।

আমাকে এক্-টা ঘরে নিয়ে জাদু মেশান তেল মাখতে বলল। আর বলল, "এটা মাখলে জ্বিন আসলে দেখা যাবে । " আমি ত তার কথা মত তেল মেখে অপেক্ষা করতে লাগ্লাম। কিছুক্ষন পর ওই ভাইয়াটা আমাকে এক-টা আয়না এনে বলল, "এটার মধে জ্বিন আসবে । " আমি আয়নায় তাকিয়ে দেখি লাল এক-তা মুখ আমার দিকে অবাক তাকিয়ে আছে ।

আমি নিরবাক হয়ে জ্বিন দেখতে লাগলাম। কিছুক্ষন পর আমি লক্ষ করলাম। , আমি যাই করি, ওই আয়নার ভেতরের বস্তুতা তাই করে। এবং তখন আবিস্কার করলাম, ওই মুখতা আমার আর, তাতে লাল রঙ মাখান হয়েছে জাদু মেশান তেল বলে......!!! হাসছেন ? হাসুন । হাস-লে শরীর ভাল থাকে।

এখন আরেক্-টা ঘটনা বলি...। স্বাধীনতার পর থেকে আমরা যতবার যুদ্ধাপোরাধিদের বিচার চেয়ে পথে নেমেছি, দাবী আদায়ের চেস্টা করেছি..., ততবার আমাদের খুব শুন্দর ভাবে জাদু মেশান তেল মাখিয়ে অপেক্ষায় বসিয়ে রাখা হয়েছে । আর আমারা অবাক হয়ে সেই সব অপরাধিদের জাতীয় পতাকা উড়িয়ে গাড়ি চড়তে দেখেছি । এবারোকি এমনটা হবে ?!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।