আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে মেয়র মহিউদ্দীনের দাপটঃ তাকে থামাবার কি কেউ নেই?

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

Click This Link বেশ কিছুদিন ধরেই চট্টগ্রামে দুটি স্কুল ভবন ভাঙ্গা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে সর্বত্র। চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর একক সিদ্ধান্তে মেয়েদের দুটি প্রখ্যাত স্কুল অপর্ণা চরণ ও কৃষ্ণকুমারী বালিকা উচ্চবিদ্যালয় ভেঙ্গে সেখানে সিটি কর্পোরেশনের বহুতল ভবন নির্মাণের নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী কিছুদিনের মধ্যেই স্কুল প্রাঙ্গনে পাইলিং এর কাজ শুরু হতে যাচ্ছে। মেয়রের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামের সর্বত্র ক্ষোভের আগুন জ্বলছে।

বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন এই দুটি স্কুল রক্ষায় ব্যাপক আন্দোলন কর্মসূচী গ্রহণ করেছে। এতসব আন্দোলন সত্ত্বেও সিটি কর্পোরেশন স্কুল ভবনদুটি ভাঙ্গার সিদ্ধান্তে অটল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) -র অনুমোদন ছাড়াই মেয়র মহিউদ্দীন এই ভবন ভাঙ্গার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ডেকে ভবনদুটিকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এখন দেখার বিষয়, অনেক বিতর্কের জন্মদানকারী এই মেয়রের স্কুল ভবন ভাঙ্গার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ কার্যকর হয়, নাকি মেয়রের দাপটই বহাল থাকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.