আমাদের কথা খুঁজে নিন

   

একটু রোমান্টিক হইতে চাইছিলাম

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

মনে হয় পূর্ণিমা ছিল সেই রাতে। বাসায় ফিরতে ফিরতে সাড়ে এগারোটা। খেতে খেতে আরো এক ঘন্টা। সাড়ে ১২টার সময় বউ এসে জানালার পর্দা সরিয়ে বললো, দেখো কি সুন্দর চাঁদ। আমার চোখে ঘুম, আগ্রহ বেশি ঘরের চাঁদের দিকে, তাই কোনো রকম বাইরে তাকিয়ে বললাম, ওঃ তাইলে আজও চাঁদ উঠছে!! পরের দিন বউ ঘোষণা দিল আমি হইলাম এই বিশ্বের সেরা আন-রোমান্টিক ছেলে।

আমার মধ্যে নাকি রোমান্টিসিজমের কিছুই নাই। প্রতিদিন একই কথা শুনতে হইলো অনেকদিন। একদিন অফিসে বইসা আছি, কোনো কাজ নাই। ভাবলাম বউয়ের সাথে একটু রোমান্টিকতা করি। ফোন হাতে নিয়া এসএমএস করলাম, আই মিস ইউ।

ভাবলাম, রোমান্টিক হবোই যখন বেশিই হই। আরেকটা এসএমএস করলাম, আই লাভ ইউ। সাথে সাথে আমার বউয়ের ফোন। উদ্বিগ্ন কণ্ঠস্বর, ‘তোমার কি হইছে, শরীর খারাপ? কিছু উল্টা পাল্টা খাইছো নাকি?’ পরের দিন আবার চালাচালি করলাম একই এসএমএস। দুই দিন চালাবার পর তৃতীয়দিন বউ কইলো, এই সব ঢং যেন আমি ছাইরা দেই।

জোর কইরা নাকি রোমান্টিক হওয়া যায় না। এসএমএস যদি আরো করি এইরকম তাইলে নাকি আমার খবর আছে!! আমি কি বউরে ঢরাই? আমিও চালাইয়া গেলাম। রেজাল্ট কেউ শুনতে চায়? তাইলে বলি, একটা নতুন মোবাইল সেট গিফট পাইছি, বউ দিছে। নোকিয়া ৩৬০০ স্লাইড, দাম ১২ হাজার ৭শ টাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.