ফাঁকি মারলাম
দুশো বছর আগে আমাদের পূর্ব পুরুষেরা যখন ধুতি ছেড়ে প্যান্টালুন পড়তে শুরু করেছিল আমরা ভেবেছি আমরা সভ্য হচ্ছি। তারপর আরো বেশি সভ্য হবার জন্য প্রাণপণে ইংরেজদের অনুকরণ করেছি পরবর্তী দুশো বছর।
ইংরেজ গেল; এল মার্কিনী অতি সুসভ্য(!) আচরণ আত্মস্থ করার পালা। ভাষা-সাহিত্য-পোষাক-সংস্কৃতি সবকিছুতেই মার্কিনী অনুকরণ করলাম। সুসভ্য(!) হলাম।
স্যাটেলাইট চ্যানেল এল,আমরা শিখলাম আরেক প্রগতিশীল(!) সংস্কৃতি। শিখলাম "ভালবাসা" কাকে বলে! পরের বউকেও যদি ভাগিয়ে আনতে হয় তবে তাই সই। ভালবাসা বলে কথা! শিখলাম পরচর্চা আর পরনিন্দার নানা কলা-কৌশল। মার্কিনীদের মত এরাও আমাদের শেখাল উচ্ছৃঙ্খলতা আর অবাধ যৌনাচার মানেই "স্বাধীনতা"। "ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।
"-প্রমথ চৌধুরি বলে গেছেন অনেক আগেই। আমরা ওদের অন্ধকার দিকগুলোই খালি পেলাম।
কোন দেশের সংস্কৃতি কখনও "অপ" হয় না। এর "অপ"প্রয়োগ হয়। আর সংস্কৃতির এইসব ভুল ব্যাখ্যা,ভুল প্রয়োগ সংস্কৃতিকে অপসংস্কৃতিতে রূপান্তর করে।
মানছেন ওপরের কথাগুলো? এই ব্যাপারগুলো নিয়ে একসাথে ভাবি। অপরকেও ভাবতে সাহায্য করি। নিজেদের সংস্কৃতিকে ভালবাসি। আমরা ছাড়া তো একে ভালবাসার আর কেউ নেই। আপনি কি মনে করেন??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।