সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের যুদ্ধে যাওয়ার কোন প্রমাণ নেই। স্বাধীনতা যুদ্ধের সময় সেক্টর কমান্ডার থাকলেও তিনি কখনোই সম্মূখযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। শুক্রবার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু। প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন," মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের মধ্যে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যুদ্ধাহত হয়েছেন। কিন্তু তাঁর শরীরে একটি আচঁড়ও লাগেনি। এতে প্রমাণিত হয় জিয়া মনেপ্রাণে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না।
জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে আমির হেসেন আমু বলেন, ১৯৭১ সালের ২৪ মার্চ জিয়া পাকিস্তানের সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে গিয়েছিলেন। এ অস্ত্র বাঙালীর বিরুদ্ধে ব্যবহৃত হবে জেনেও যিনি অস্ত্র খালাসে যান, তিনি কিভাবে দু'দিন পরেই মনেপ্রাণে মুক্তিযোদ্ধা হন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।