শানিত কর সংস্কৃতির চেতনায়
একুশ শতকের তুর্কি প্রজন্মের উপযোগী একটি হাদিসের সংকলন প্রকাশ করতে যাচ্ছে তুরস্ক। এতে আধুনিক জীবনযাপনে অভ্যস্ত তুর্কিরা বুঝতে পারবে এবং তাদের জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়াতে পারবে এমন কয়েশ’ হাদিস স্থান পেয়েছে।
একশ’ জন ধর্মতাত্ত্বিক ছয় বছর ধরে কাজ করে প্রায় ১৭ হাজার হাদিসের মধ্যে একুশ শতকের উপযোগী এই কয়েকশ’ হাদিস বেছে নিয়েছেন। সাত খণ্ডের বিশ্বকোষ ধরনের এই সংস্করণটিতে রচনাকারীদের বিবেচিত সবেচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসগুলো স্থান পেয়েছে।
এ প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় ধর্ম সংক্রান্ত পরিষদের (দিয়ানেত) সহসভাপতি ও হাদিস প্রকল্পের পরিচালক মেহমেত ওজাফসার বলেন, “আমরা আর বিশশতকে বসবাস করছি না।
এ কারণেই বর্তমান সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইসলামি বিশ্বাসগুলো নিয়ে নতুনভাবে কাজ করা প্রয়োজনীয় হয়ে উঠেছে। ”
“মুসলিম বিশ্বে ধর্ম নিয়ে অনেকের নিজস্ব দৃষ্টিভঙ্গী আছে, এখানে কেউ কেউ খুব বদ্ধ-মানসিকতার। কিন্তু ইসলামি সংস্কৃতির বিষয়ে তুরস্কের নিজস্ব দৃষ্টিভঙ্গী আছে যা অনেকের চেয়েই আলাদা,” বলেন ওজাফসার।
প্রচলিত অন্যান্য হাদিসের সংস্করণগুলো থেকে এই সংস্করণটি একটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে পুরোপুরি আলাদা। এতে আধুনিক তুর্কিদের দৃষ্টিভঙ্গীর সঙ্গে সঙ্গতি রেখে হাদিসগুলো নির্বাচন করা হয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেই এগুলো ব্যাখ্যা করা হয়েছে।
হাদিসগুলোকে বিষয় অনুযায়ী বিভাগে বিন্যস্ত করা হয়েছে, এগুলোর শেষে সংক্ষিপ্ত পরিসরে ওই হাদিসে কি বলা হয়েছে তা ঐতিহাসিক প্রেক্ষাপটসহ তুলে ধরে বর্তমান পরিস্থিতিতে এগুলো কি অর্থ বহন করে তা বর্ণনা করা হয়েছে।
দিয়েনেতের পররাষ্ট্র বিষয়ক বিভাগের মহাপরিচালক মেহমেত প্যাকাই বলেন, “মুসলমানদের শুধু কোরানের কোনো উদ্ধৃতি বা হাদিসের একটি সংকলন খুলে নবীজী কি বলেছেন তা দেখে কিছু বলা উচিত নয়, ‘হা! এই বিষয়ে তাহলে এই করণীয়’। আমরা যদি শুধু এরকমই করি তাহলে তা হবে অজ্ঞতা ও অন্ধ অনুকরণ। ”
তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটি গতিশীল অর্থনীতি দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশটির মসজিদগুলোতে নারী ইমাম যেমন আছে তেমনি বড় বড় শহরগুলোতে নারী ধর্মীয় মুফতিও আছে।
এখানে দেখতে পারেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।