শিরদাঁড়া নেই, বহু শরীরেই নিজেদের মানাতে মানাতে.......
ভালবাসা তোর জন্য, পিঠ রেখেছি পেতে
তোর জন্য বুকের ক্ষতে রক্তজবা ফোটেঁ
তোর জন্য অমল পুরুষ জীবন রাখে বাজি
তোর জন্য শুন্যতায় সৌধ ওঠে গড়ে।
ভালবাসা তোর জন্যই, যুদ্ধ যুদ্ধ খেলা
তোর জন্যই একলা নারী অন্য পথে হাটে
তোর জন্যই বুক পেতে নেয় অপমানের ঝড়
তোর জন্যই, নারী ছাড়ে এক পুরুষের ঘর।
ভালবাসা তোর জন্যই এতটা পথ হাটি
তোর জন্যই সাকো পেরুই, তোর জন্যই মাঠ
তোর জন্যই মাথায় তুলি সহস্র ঝঞ্জাট
তোর জন্যই রেখেছি খুলে বুকের কপাট।
ভালবাসা তোর জন্যই বিরহী মন কাদে
তোর জন্যই বৃষ্টি ঝরে, তোর জন্যই মেঘ
তোর জন্যই বুকের ভেতর অযথা তোলপাড়
তোর জন্যই বেঁচে থাকা, সুখের অহংকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।