আমাদের কথা খুঁজে নিন

   

পাথর ভাঙ্গার গান

..

কালজীর্ণ পুঁথির একটি পৃষ্টা খসে পড়ে।জীবনের ঋণ বাড়ে।বাড়ে পরমায়ু। জ্বলে জ্বলে নিঃশেষ আলোটুকু মুছে গেলে মোমদানে পড়ে থাকে জমাট অশ্রুকণা; উদাসী পথিক এমন নির্লিপ্ত চলে যায় যেন---কোনদিনই এই আলোক-স্পন্দন তাকে ব্যাকুল করেনি কোন হিমশীতল রাতে --- প্রদীপের করতল থেকে উষ্ণতার একটি কণা ধার করেছিল একবারও মনে পড়েনা। জোনাকীর বুকের আগুন সারারাত জ্বলে নেভে স্বপ্নের নগরীতে যাওয়া হয়না হৃদয়ের ঘরে যার পাথর-দেয়াল কে জানে তার বুকের গোলাপ কোথায় থাকে আজীবন পাথর ভাঙ্গার গান তবু গেয়ে চলে গোলাপ-প্রেমিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।