আমাদের কথা খুঁজে নিন

   

টুনা মাছের কথা কোন শ...লা কয়, আমাগো ইলিশের কাছে এই সব ভাতের পানি

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

দুপুরে জার্মান বসে পাস্তা বানাইতে বইছে অনেক শখ কইরা। আমা রে কয় টুনা মাছ দিয়া খামু কিনা। আমি কই ঠিক আছে দেও দেখি তুমার টুনা।

পাস্তা বানাইয়া এইটার মধ্যে টুনা দিয়া একটা জটিল লাল হলুদ খিচুড়ি হইছে। খাইয়া দেখি যে লবন, তেল, ঝাল কোনটাই ঠিক হয় নাই। টুনা আর স্যামনের নাম শুনছি কতজনের কাছ, সাদা চামড়া বলে ফাল দিয়া ঝাপাইয়া পড়ে। কিন্তু ধূর!!!! সাথে বিয়ার আছিল বইলা রক্ষা। আমাগো ইলিশের লেঞ্জের একটা কাঁটারও যোগ্য না।

আম্মা ভাত খামু, ইলিশ মাছ দিয়া গরম ভাত খামু আম্মা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।