আমাদের কথা খুঁজে নিন

   

টুনা মাছের স্যান্ডউইচ



টুনা মাছের স্যান্ডউইচ উপকরণ : পাউরুটি ৪ টুকরো, টুনা মাছ ১ টিন বা বাটা ২ টেবিল চামচ, ম্যায়োনেজ ৪ টেবিল চামচ, ডিম সেদ্ধ (চাকা কাটা) ১টি, শসা (চাক কাটা) ৪ টুকরা, টমেটো (চাক কাটা) ৪ টুকরো, কাঁচামরিচ (পরিমাণমতো), ফাইন চপ সিকি চা চামচ। প্রণালী : পাউরুটির চারপাশ কেটে ফেলে দিতে হবে। টুনা ফিশ, ম্যায়োনেজ ও কাঁচামরিচের কুচি একসঙ্গে মেখে পাউরুটির মধ্যে দিন। এরপর ওপরে ডিমের স্লাইস, শসা ও টমেটো দিন। আরেক পিস পাউরুটি দিয়ে ঢেকে তিনকোণা করে কাটতে হবে। পাউরুটিতে মাখন লাগিয়ে নিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।