আমাদের কথা খুঁজে নিন

   

বারাক ওবামার ক্ষমতা গ্রহনের দিন | আমার জন্মদিন

আমি গান,দ্রুতগতির গাড়ি,মুভি এবং গেমস পছন্দ করি।

আজ বারাক ওবামার ক্ষমতা গ্রহনের দিন এবং পাশাপাশি আমার জন্মদিন। বছরের পর বছর ধইরা আমেরিকান সরকার আমার জন্মাধিকার সুত্রে পাওয়া জন্মদিনটারে তাগো "Inauguration Day"(ক্ষমতা গ্রহন/হস্তান্তর দিবস) হিসেবে পালন কইরা যাইতাছে, আমি কোন প্রতিবাদ করি নাই। আমার জন্মদিনে নতুন নতুন শয়তানের মুর্তি ক্ষমতা হাতে পায় আর দুনিয়ার উপর আইসা পরে নতুন ফাড়া, এই যে আমার সাধের জন্মদিনটারে একেকবার একেক প্রেসিডেন্ট সমানে কলংকিত কইরা যাইতাছে আমি তারও কোন প্রতিবাদ করি নাই। কিন্তু এইবার আমি তীব্র ভাষায় আমার জন্মদিনটারে অভিশপ্ত করার প্রতিবাদ জানাইতাছি, পাশাপাশি আমরিকান সরকাররে আহবান করতাছি তারা যেন তাগো Inauguration Day পল্টায়া দেয়।

আমি চাইনা আমার জন্মদিনে মানুষ এমন ব্যক্তিরে দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর নেতা হিসেবে পাক, যে তার ক্ষমতার অপব্যাবহার কইরা পুরা দুনিয়ারে সর্বনাশের দিকে ঠেইলা দিব, মানুষরে নরকযন্ত্রনা ভোগ করানোর ব্যবস্থা করব। "আমি আরো চাইনা এই দিনে আমার মত কোন সু্স্থ স্বাভাবিক ফিলিস্তিনি(বা অন্য কোন দেশের) যুবক শুধুমাত্র অন্যায় সইতে না পেরে এবং প্রচন্ড ঘৃনার বশবর্তী হয়ে আত্মঘাতী হামলাকারী হয়ে উঠুক। " উপরের গুলোতো ছিল এই দিন নিয়ে আমার দুঃখের কথা। এবার এইদিন নিয়ে আমার কিছু সুখের কথা আপনাদের সাথে শেয়ার করি। ১।

আমার জন্মদিনে বুশের ক্ষমতার মৃত্যুদিন। এরচাইতে আনন্দের কিছু কি আর আছে? ২। ওবামা তার ক্ষমতা গ্রহনের আনন্দ অগনিত মানুষের সাথে উপভোগ করতে পারছে, যাদের বেশিরভাগেরই মনুষত্য বলে আর কিছু অবশিষ্ট নেই। থাকলে তো আর তারা আমেরিকান নেতারা পৃথিবীর কি হাল করছেন দেখার পরও তাদের মাথায় নিয়ে নাচতো না। অপরদিকে আমি আমার জন্মদিনের আনন্দ উপভোগ করতে পারছি আমার পরিবার, কিছু সিলেক্টেড বন্ধু, আর এই ব্লগের সকল ভাই/বোনদের সাথে যারা প্রত্যেকেই সচেতন এবং মনুষত্যের অধিকারী।

৩। এবার আমি আমার দ্বিতীয় ড্রাগসমুক্ত জন্মদিন কাটাচ্ছি। প্রথমটা কাটিয়েছিলাম গতবছর যখন আমি ড্রাগসমুক্ত হওয়ার জন্য চিকিৎসার আওতাধীন ছিলাম(তার আগের সাতটি জন্মদিন নেশার ছোবলে বিষাক্ত)। দোয়া করবেন এভাবে যেন বাকি জীবনের প্রতিটা জন্মদিন নেশামুক্ত থাকতে পারি এবং নেশামুক্ত থেকেই মরতে পারি। এহহে, ইমোশনাল হয়ে যাচ্ছে।

ব্যাক টু দা টপিক - আমার জন্মদিন ও বারাক ওবামার ক্ষমতা গ্রহন। ওবামা ভাইরে আমার জন্মদিনে ক্ষমতায় যাইতে দেইখা আমারো ইচ্ছা করে আমেরিকায় যাইয়া প্রেসিডেন্ট ইলেকশন লড়তে। হাসেন কেন? ওই নিগ্রো ব্যাটা যদি হইতে পারে আমরা উপমহাদেশের মানুষ পারুম না কে? আর আমার তো আবার একটু এডভানটেজ আছে, আমি আমরিকার প্রেসিডেন্ট হইলে Inauguration Day আর প্রেসিডেন্ট এর বার্থ-ডে দুইডা একসাথে হয়া যাইব, আমরিকার জনগনের আরাম আয়েশের লাইগা যেই পরিমান টেকা লাগে তার কিছু তো বাচব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।