দেখবেন নাকি একবার ব্যবহার করে :)
একটু আগে গাড়িতে অফিস থেকে ফেরার সময় জ্যামে বসে থেকে খুবি বোর হচ্ছিলাম। কোলে আমার সাধের লেপি, তো কি মনে করে wifi এনাবল করে সার্চ দিলাম কোন ওপেন ap পাওয়া যায় কিনা। ভাগ্য বলতেই হয়, একটা পেলাম । আর দেরি করি কেমনে, নেটাওয়ার্কে ডুকার চেস্টা করার সাথে সাথেই পারলাম। আর কি লাগে, কিছুক্ষন ফ্রীতে ভালই নেট ব্যবহার করলাম। তবে একটু পরে জ্যাম খুলে যাওয়ায় গাড়ি ছেড়ে দিল
যাই হক, বাংলাদেশে এই জিনিস এত তাড়াতাড়ি পাব আসা করিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।