কাগজের মতো পাতলা এক ধরনের কিবোর্ড তৈরি করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেম্ব্রিজ সিলিকন রেডিও বা সিএসআর।
ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে এই কিবোর্ড ডেস্কটপ, ট্যাবলেট এমনকি স্মার্টফোনেও ব্যবহার করা যায়। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, নমনীয় ইলেকট্রনিক উপাদান ব্যবহার করে তৈরি করা কিবোর্ডটির পুরুত্ব মাত্র ০.৫ মিলিমিটার। কিবোর্ডটির এক প্রান্তে লাগানো থাকে ব্যাটারি।
নির্মাতা প্রতিষ্ঠান সিএসআর জানিয়েছে, যেকোনো পৃষ্ঠ বা তলের সঙ্গে কিবোর্ডটি যুক্ত করে দূর থেকে তারবিহীন উপায়ে ট্যাবলেট, কম্পিউটার বা স্মার্টফোন চালানো যাবে। ৬ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইফা ট্রেড শোতে দেখানো হবে বিশেষ এ পাতলা কিবোর্ডটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।