আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিমান চাকর..( লেখক - সন্দীপ রায়ের বাবার পিতামহ )

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

Click This Link একদিন মনিব বল্লেন , ' দেখ্ তুই বড় বিশ্রী ভাত রাঁধিস । তুই এখনো ফেন গলাতে শিখিস নি । আজ যখন ভাত বানাবি , ভাত সিদ্ধ হ'লেই আমাকে ডাকিস আমি দেখিয়ে দেব । আমাকে না দেখিয়ে কিছু করিস নে । 'সেদিন ভাত সিদ্ধ হতেই তো চাকর মনিবকে ডাকতে গিয়েছে ।

দরজার বাইরে থেকে উঁকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগল । কাজি সাহেব তখন দরজার দিকে পিছন ফিরে কি যেন লিখছিলেন । তিনি এসব কিছুই জানেন না । চাকরটা ঘন্টা খানেক এইরকম ডেকে শেষটায় হয়রান হয়ে পড়ল । তখন সে রেগে চিৎকার করে বলল, ' আর কতক্ষন ডাকব ? এইদিকে ভাতটাত সবতো পুড়ে ছাই হয়ে গেল ।

' তখন কাজি সাহেব ফিরে দেখেন চাকর তাকে আঙুল দিয়ে ইশারা করছে - ওদিকে সত্যি সত্যি ভাত পুড়ে ছাই । একদিন রাতে কাজি সাহেবের বাড়ি চোর ঢুকেছে । বুদ্ধু খচমচ শব্দ শুনে জিজ্ঞাস করল , ' কে রে ?' চোরটা গম্ভীর হয়ে বলল , ' কেউ নই বাবা , কেউ নই । ' তা শুনে বুদ্ধু আবার নিশ্চিত হয়ে ঘুমাতে লাগল । সকালে উঠে কাজি সাহেব দেখেন তার সব চুরি হয়ে গিয়েছে ।

বুদ্ধুকে জিজ্ঞাসা করে যখন রাত্রের সব শুনলেন তিনি খুব রেগে গালাগালি করতে লাগলেন । কিন্তু বুদ্ধু তাতে মুখ ভারী বেজার করে বলল , " তা কি করব - সে আমায় বারবার করে বললে , ' কেউ নই কেউ নই ' লোকটা তো দেখছি শুধু চোর নয় ব্যাটা বেজায় মিথ্যাবাদী "। একদিন কাজি সাহেব শহরের বাইরে কোথাও যাবেন । যাবার সময় বুদ্ধুকে বলে গেলেন , ' দেখিস , দরজাটার উপর ভাল করে চোখ রাখিস - দরজা ছেড়ে কোথাও যাসনে ,তাহলে চোরে আমার সব নিয়ে যাবে । ' কাজি সাহেব চলে গেলেন - চাকর বেচারা এক লাঠি নিয়ে দরজায় পাহারা দিতে লাগল ।

একদিন গেল , দুইদিন গেল । তারপরদিন বুদ্ধু শুনল এক জায়গায় ভারী তামাশা দেখানো হচ্ছে । তাই তো , বেচারা কি করে ? অনেক ভেবে সে করল কি বাড়ির দরজা খানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল । এদিকে বাড়িতে চোর ঢুকে যা কান্ড করে গেল সে আর কি বলব ! কাজি সাহেব বাড়ি এসে দেখেন সর্বনাশ , বাড়ির সিন্ধুক আলমারী সব খালি । ওদিকে বুদ্ধু বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে ।

পাদটীকাঃ প্রায় একশত বছর আগে লেখা এ গল্পে শব্দ এবং ভাষার ব্যবহারে যে আধুনিকতা দেখা যায় ,বিস্মিত হবার মত ! নির্মল আনন্দের খোঁজে যখনই এ লেখকের সৃষ্টির কাছে হাত পেতেছি ,বিমুখ হইনি । অনেকে হয়তো জানেন , সত্যজিতে অনবদ্য সৃষ্টি " গুপী গাইন বাঘা বাইন " চলচিত্রের কাহিনী স্রষ্ঠা তার এই পিতামহ উপেন্দ্রকিশোর রায় । ( লেখক -- উপেন্দ্রকিশোর রায় ,১৮৬৩ - ১৯১৫ ইং : কিশোরগঞ্জের মসূয়া গ্রামে জন্ম ,ছোটবেলায় ময়মনসিংহে লেখাপড়া শুরু ; পরবর্তীতে কোলকাতায় বসবাস , ক্ষন জন্মা পুরুষ সুকুমার রায়ের পিতা , বহুগুনে গুনান্বিত সত্যজিত রায়ের পিতামহ এবং বর্তমানে ভারতে স্বনামধন্য চিত্র পরিচালক সন্দীপ রায়ের প্রপিতামহ ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.