সমঝোতা
মুঠোফোন সংস্কৃতিতে চিঠি আর লেখা হয় না
চিঠির বার্তা ভাসে যন্ত্রের মনিটরে
কন্ট্যাক-লেন্সে বদলায় চোখেরও রঙ
ক্রিমের পলেস্তার ত্বকে দুপুর গড়িয়ে যায়
ফ্যাসিয়ালের দোকানে ভীড় করে হাজার তরুণী
হায়! তুমি বুঝি সখা এখনো
সেই মুঠো সাবান আর সোডায়...
সংস্কারের যুগে পড়ে নাও সিঁদুরের পাঠ
পাড় ভাঙা ধরলায় জেগে ওঠে ধুধু বালুচর
বালু নয়, মাটির লাহান!
ভুট্টা হবে, লিজ নেয়-
মহাসংঘের নেতা...
ভুলে যাই বারে বারে নূরুলেরও ডাক
গান্ধী-ভাসানী আর তিতুমীরের তপ্ত পরশ
সবুজ সংসারের জন্য এখনো কালো পথে
পাঁজর সোজা করে দাঁড়ায় শত নুর হোসেন
তবুও তো চিঠি লিখি, কাব্য লিখি না
দীর্ঘ সময়ে চলে নিরন্তর পত্রালাপ
এসো, পত্র নয় দলিল লিখি...
ইউসুফ আলমগীর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।