এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
১৮ই জানুয়ারী, ২০১০, রাত ১২.৫৫
পিসির ঘড়িটার দিকে শেষবারের মতো চোখ বুলিয়ে রিলেন জনাব নাফে। বড়ই ক্লান্তিকর দিন গিয়েছে আজ তার। পুরনো ইংরেজী পত্রিকা ঘেঁটে ঘেঁটে হড়ড় গল্প অনুবাদ করতে করতে তার হাত ব্যাথা।
তার উপর আজকেও সামুতে তিনি গোটা ৩০ ব্লগারকে ব্লক করেছেন - পোলাপান বড়ই বেয়াদব। পিসিটা শাটডাউন দিয়ে নাফে সাহেব চেয়ারে থেকে উঠলেন ও বাথরুমের পথে পা বাড়ালেন।
হঠাৎই পিছন থেকে সমস্বরে আওয়াজ আসলো - গাছভুদাই!!! গাছভুদাই!!!
নাফে সাহেব অবাক। এ কি করে সম্ভব? আওয়াজটাতো পিসির স্পিকার থেকে আসছে। উইন্ডোজ এক্সপির শাটডাউন মিউজিকের পরিবর্তে আজ এ কি শুনছেন তিনি! ভয়ে হাত পা.......
"ও ঈশ্বর! রক্ষা করো আমায়!!"
বলে চোখ বুজলেন তিনি। হঠাৎ করে কি যেন একটা তার গা ছুঁয়ে দিয়ে চলে গেলো। অনুভূতিটা অনেকটা মিছিলে অনেকগুলো লোকের মাঝখানে থাকলে হয়, কি যেন বলছে ওরা! কি যেন দাবী করছে ওরা.........
হ্যাঁ, নাফে সাহেব এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন।
ওরা বলছে: "নাফে, ও নাফে আমাদের আনব্লক করবে না? আমাদের আনব্লক না করে কোথায় যাবে?"
"হে ঈশ্বর! একি শুনছেন তিনি! ভয়ে তার হাত পা......."
ওফফ! নাফে সাহেব আর ভাবতে পারছেন না!!
একদৌড়ে ঢুকে গেলেন বাথরুমে!
বেসিনে ঝুঁকে মুখে পানি দিলেন নাফে সাহেব। মুখটা তুলে আয়নায় চাইলেন........
আচ্ছা আয়নায় নিজের মুখটা এমন আমসে দেখাচ্ছে কেন?
আর........আর.........ওটা..........ওটা কে তার পেছনে!!!!?????
হঠাৎই সব লাইট বন্ধ। নাফে সাহেবের ভয়ে হাত পা.......
এমন সময় কে যেন পেছন থেকে জাপটে ধরলো তাকে। মাথার ওপর বাঁশের আঘাত টের পেলেন তিনি। কিল-ঘুষি, চড়-থাপ্পড় সবই টের পাচ্ছেন তিনি.......!!!
ওরা কারা? কারা ঐ অশরীরিরা?
হঠাৎই মারামারি বন্ধ।
লাইটটা ফিরে এলো ঠিক সেভাবেই যেভাবে নিভে গিয়েছিলো - হঠাৎ করে!
নাফে আশেপাশে অস্পষ্ট দেখছেন কিন্তু ঠিকই বুঝতে পারছেন তার ফ্ল্যাটরুমটি ছেয়ে গিয়েছে শতশত অদ্ভূত কালো ছায়াকার ধোঁয়ার মতো দেখতে প্রেতাত্মাদের দিয়ে।
"তোমরা কারা? ছাড়ো আমায়!!" - জোরে চিৎকার করে উঠলেন নাফে।
ভিড়ের মধ্যেকে যেন বলে উঠলো - আমরা.......? আমরা তোর যম নাফে! আমরা তোর যম........হা! হা! হা! হা! - অট্টহাসিতে ফেটে পড়লো প্রেতাত্মা।
আরেকটি প্রেতাত্মা এগিয়ে এলা নাফের সামনে। মনে পড়ে নাফে, আমি সেই নাফিস! সামুর সেই নাফিস! যাকে তুই আজ থেকে একটি বছর আগে তোর ব্লগে ব্লক করে দিয়েছিলি! মনে পড়ে?!?!
আরো একটি প্রেতাত্মা এগিয়ে আসে।
আমিই সেই বিষাক্ত মানুষ! যাকে তুই আজ থেকে একটি বছর আগে তোর ব্লগে ব্লক করে হত্যা করেছিলি, হত্যা করেছিলি আমার মতপ্রকাশের স্বাধীনতাকে - আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে।
নাফে সাহেব আর পারছেন না - না! না!
আর্তচিৎকার করে উঠলেন তিনি!!! এ হতে পারে না।
বাথরুম থেকে বের হলেন নাফে সাহেব! তিনি কি করবেন বুঝতে পারছেন না। ভয়ে হাত পা.......
এমন সময় পিসিটা হঠাৎ করেই অন হয়ে গেলো!
সয়ংক্রিয়ভাবেই ইন্টারনেট এক্সপ্লোরার খুলে গেল, সামুর প্রথম পাতা খুলে গেল।
"পাসওয়ার্ড দে নাফে, তোর সব একাউন্টের!" - বজ্র কন্ঠ ভেসে আসে স্পিকার থেকে।
নাফে একটি ওয়ার্ড ফাইল খুলে তাতে সামুতে তার সব নিক ও তারপাসওয়ার্ড লিখে সেইভ দেন।
"লগইন কর নাফে!"
নাফে সাহেব লগইন করেন।
"আনব্লক কর নাফে!" - আবারো সেই বজ্র কন্ঠ ভেসে আসে স্পিকার থেকে।
কাঁপা কাঁপা হাতে দীর্ঘক্ষণ লাগিয়ে এক এক সবাইকে আনব্লক করেন নাফে সাহেব। কতোক্ষণ এভাবে ছিলেন খেয়াল নেই।
তার মাথা কাজ করছে না।
"এ নিশ্চয়ই কোন দুঃস্বপ্ন! ওহ্ ঈশ্বর!! রক্ষা করো আমায় - রক্ষা করো!!!"
বজ্রকন্ঠ ভেসে আসে - "এবার তোর যাওয়ার পালা নাফে। পালা নাফে! পালা! যতো জোড়ে পারোস ছুট দে!
ছুট দিলেন নাফে সাহেব। যেন আকাশ-বাতাসকে সঙ্গি করেছেন তিনি। লুঙ্গি পরা অবস্থায়ই সিঁড়ি দিয়ে দিয়ে ছুট দিলেন তিনি।
দরজা খুলে ফাঁকা রাস্তায়........
ব্যালকনিতে কাগু রেডিই ছিলেন। গুলি করলেন তার শটগানটা দিয়ে। Bull's Eye!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।