আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে চার কোটি টাকার মাদকদ্রব্য ও ভুট্টা উদ্ধার

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে আজ বৃহস্পতিবার দুপুরে প্রায় সোয়া চার কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ও ভুট্টা উদ্ধার করা হয়েছে। এ সময়  ২ জনকে আটক এবং মাদক-ভুট্টা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
 
আটককৃতরা হলেন- রাজশাহীর মতিহার থানার কাপাসিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে চালক আলমগীর হোসেন ববি ও রাজপাড়া থানার হরেক গ্রামের খোকা মিয়ার ছেলে আনারুল ইসলাম।
 
র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার অশোক কুমার পাল জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার নলকা মোড় এলাকা থেকে রাজশাহী থেকে ময়মনসিংহগামী ভুট্টাভর্তি ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকের ভিতর থেকে ৩৫১ বোতল ফেন্সিডিল, ২৬ কেজি গাঁজা ও ২৭৫ বস্তা ভুট্টা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ভুট্টার মুল্য প্রায় চার কোটি ১২ লাখ টাকা। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।
 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.