একটা স্পষ্ট খেলা : আওয়ামীলীগ জানে ফাসি হবে তবে তা একটু রং মেশানো হলে খারাপ না। এটা সরকারের মেকানিজম। এখানে বলা বাহুল্ল সরকার যদি একতরফা ফাসির রায় কার্যকর করত তবে তা রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ত। তাই সরকার ফাসির রায় কার্যকর না করে যাবৎজীবন কারদন্ড দিয়েছে। যে দেশে একটি খুন করলে ফাসি হয় সে দেশে লক্ষ লক্ষ লোক খুন করলে ফাসি হবে না তা হাস্যকর।
সবাই জানতো রায় কি হবে, সাধারন থেকে শুরু করে সবাই। এদিকে বিএনপি ও সাধারন মানুষের সোচ্চার দেখে হতবাক তাই চুপ। জামাতের তো চান্স ই নাই । রাজনৈতিক দল গুলো পারছে না বেনার আর ফ্রেষ্টুন নিয়ে হাজির হতে । জনরোশে পড়ে লাভ কি।
আবার অনেকে চান্স নিতে ও পারছে ন। এর ফলাফল ও অনেক সন্দর এখন আপিল হবে রায় হবে ফাসি হবে। কারন সরকার বাধ্য । তৃতীয় শক্তি কাকে বলে যুব সমাজ দেখিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এখান থেকে ই নতুন বাংলাদেশ দেখতে পাব।
সতুন নেতৃত্ব নতুন ২০১৩। সরকার কে বলি খেলা টা ঠিকই ছিল তবে একটু ভুল ছিল বই কি। জনগন যে এভাবে নেমে যাবে তা হয়ত সবং কর্তারই বুঝতে পারেন নি। আমার হাসি পাচ্ছে । শিক্ষার হার বেরেছে জনাব আর মিডিয়া এখন সোচ্চার ।
এত অত্যাচার সয্য করেছে রাজনৈত সরকারের আর সৈরচারী সরকারের সব কিছুর বহিপ্রকাশ এবারই হবে। জয় জনতা জয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।