আমরা স্কুল লাইফের কিছু বন্ধু মিলে সাভার দুর্গতদের কল্যাণে ফান্ড গঠন করি। আমরা এনাম মেডিকেলে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মাঝে নগদ টাকা এবং ওষুধ হস্তান্তর করতে যাই। এনাম মেডিকেলের ICU তে চিকিৎসাধীন রোগীদের দেখে চোখের পানি আটকিয়ে রাখতে পারছিলাম না। কারোর হাত, কারোর পা কেটে ফেলতে হয়েছে। আমরা রোগীর আত্মীয় স্বজনের সাথে কথা বলছিলাম , সান্ত্বনা দেয়ার চেষ্টা করছিলাম।
আসলে সান্ত্বনা দেয়ার কোন ভাষাই খুজে পাচ্ছিলাম না। আমার ডাক্তার বন্ধুরা তাদের চিকিৎসার খোঁজখবর নেয়। এনাম মেডিকেলের কিছু ডাক্তারদের সাথে কথা হয়। ওরা যেভাবে সাপোর্ট দিচ্ছে পুরা জাতি ওদের কাছে কৃতজ্ঞ থাকবে। হাসপাতালটি মানবসেবার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে জাতির কাছে।
ICU এ চিকিৎসাধীন রোগীদের বর্তমান অবস্থার কিছু ছবিঃ
আমাদের দেয়া কিছু ওষুধ সামগ্রী।
আমাদের ফান্ডে কিছু টাকা আছে এবং বন্ধুরা আরও টাকা দিচ্ছি। এই সপ্তাহান্তে আবার যাব। আমরা চেষ্টা করছি চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাওয়া ভাই বা বোনটির পাশে দাড়াতে। আমাদের প্রচেষ্টায় কিছু অসহায় মানুষ সাহস খুঁজে পাক, বেঁচে থাকার সপ্ন দেখুক নতুন করে এটাই আমাদের লক্ষ্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।