আমাদের কথা খুঁজে নিন

   

এনাম মেডিকেলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা

এনাম মেডিকেল কলেজ। একটি নাম। এক সময় এই নামটিকে তাচ্ছিল্য করতাম। কারণ হয়তো বা পরের ভাল দেখতে না পারার কিছু খারাপ প্রবৃত্তি আমার মধ্যেও ছিল। ডা. এনাম কে আমি অনেক আগে থেকেই চিনি।

তিনি তখন সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার। ৮৯/৯০ এর দিকে আমি সাভারে থাকতাম। একদিন রাতে আমার প্রচন্ড মাথা ব্যথা হয় । আমার ছাত্র আনন্দ আর আমার ছোটভাই সুমন মাঝরাতে ডা. এনামকে ডেকে আনেন বাসায়। এনাম সাহেবের এমই গুণ যে, মাঝরাতে গেলেও তিনি কখনো ফিরিয়ে দিতেন না।

তখন তিনি গড়ে তুলেছেন এনাম ক্লিনিক। লোকজন বলে, আনাম চিকিৎসার নামে গলা কাটে। কিন্তু সেই এনাম সাহেব একজন চিকিৎসক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন এনাম মেডিকেল কলেজ। এনাম মেডিকেল কলেজ-- প্রথমে মনে করতাম ছাত্রছাত্রী হবে না। কিন্তু না, যুগের চাহিদা তিনি বুঝেছিলেন।

আর তাই তার হাসপাতালটি কানায় কানায় পূর্ণ ছাত্রছাত্রীদের দিয়ে। সাভারের ছোট খাটো দূর্ঘটনা, যে কোনো ব্যক্তির চিকিৎসা বিষয়ে এনাম মেডিকেল কলেজ ভরসার স্থান ছিল। নিদেনপক্ষে ঢাকায় নিয়ে আসার আগ পর্যন্ত এই হাসপাতাল এখনো একমাত্র অবলম্বন। এনাম সাহেবের সুনামের সাথে সাথে অনেক বদনামও আছে। লোকজন বলে হাসপাতালটি কসাইয়ের মতো টাকা নেয়।

অনেকেই বলে এনামের গেলে রোগীর পকেট খালি না করা পর্যন্ত বের হয় না। লাস রোগী আটকে রাখার মতো ঘটনাও আছে। আমার যতটুকু জানা তার সবটাই শোনা। শোনা কথায় বিশ্বাস করতে নাই জেনেও কিছু কিছু যে একেবারে বিশ্বাস করতাম না তা ও নয়। কিন্তু এনাম হাসপাতাল -- সাভারের মর্মান্তিক ভবন ধ্বসের ঘটনার পর যে কাজটি করলো তা নজিরবিহীন।

একটি বেসরকারি হাসপাতাল- কেবল মাত্র মানব সেবার অনন্য উদাহরণই সৃষ্টি করলো না বরং দেখিয়ে দিল কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় তার বিপদের সময়। যে বিশাল ও ভয়ানক বিপর্যয় ঘটেছে সাভারে সেই বিপর্যয়ের মাছে শত শত ছাত্রছাত্রী, ডাক্তার, নার্স, কর্মচারি সবাই একটি মহৎ পেশার মহত্তম কর্মটি করেছেন। ডা. এনানের সাথে আমার পরিচয় আছে কিন্তু সখ্যতা নেই। আমি তাকে চিনি, তিনি আমাকে চেনেন। কিন্তু আজ মনে হয় তাঁর প্রতি আমার যে ধারণা সেটির জন্য আমি লজ্জা পেতে পারি।

কারণ যেভাবেই হোক না কেন তিনি হাসপাতালটি গড়ে তুলেছিলেন বলে আজ হাজারো রোগী জীবনের আশা খুজে পেয়েছে- বিনামূল্যে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সবাই কাজ করেছেন তার হাসপাতালে। ডাক্তার হিসেবে ডে ানবিক চেহারাটি মানুষ দেখতেচায় এনাম হাসপাতাল সেটি করেছে। তাই বলে আমি অন্যান্য হাসপাতাল বা ক্লিনিককে ছোট করছি না। তাদের প্রতিও আমার বিনম্র শ্রদ্ধ। তবে এনাম সাহেব-- আপনার জন্য এই শ্রদ্ধাটা আরো একটু বেশি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.