জীবনটা যদি ভুলের ভুলেই কেটে যেত তবে মন্দ হতো না !!!! সাভার এনাম মেডিকেল থেকে ছোটবোন Emana Haque Saarah ফোন করে জানালো সেখানে নাকি গরীব রোগীদের জন্য খাবারের সংকট হতে যাচ্ছে, আজকে দিন কোনরকমে চলে গেলেও কাল থেকে তারা সমস্যায় পড়ে যাবে। তরল খাবার যেমন জুস, পানি, শুকনো খাবার ইত্যাদি (কলা না, অনেকেই কলা পাঠিয়েছেন এবং তা পঁচে যাচ্ছে, অনেক কলা ইতিমধ্যেই জমা হয়ে আছে)। এখন পর্যন্ত বিভিন্ন মানুষ এবং সংস্থার অনুদানেই তারা বিনামূল্যে রোগীদের খাইয়ে আসছে। সেজন্য এনাম মেডিকেলের শিক্ষার্থীরাই ফান্ড কালেক্ট করা সিদ্ধান্ত নিয়েছে, তাদের নাম্বারঃ ইমরান খানঃ ০১৭১৩১১৫৪৫৮, কায়সার হামিদঃ ০১৮১৬৮৩০৫১৬। আমরা ম্যাঙ্গো পিপল | আমজনতা ও খাবার সংরহের উদ্যোগ নিয়েছি, শুধু খাবার, টাকা না, স্যালাইন, পানি, জুস ইত্যাদি ইত্যাদি। যোগাযোগঃ পিয়াস-০১৭১০৩০৪০৪৪, সাদ- ০১৬৮৩০১৬৬৯৯। আজ বিকেলে ৪ টায় রাজু ভাস্কর্য্যে বিক্ষোভে আমরা থাকবো, সেখানেও পৌঁছে দিতে পারেন। সেখান থেকে আমরা পৌঁছে দেবো সেগুলো সাভারে। আপনার সহযোগিতার প্রত্যাশায় আছি... by- শুভ কামাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।