আমাদের কথা খুঁজে নিন

   

স্রোতের বিপরীতে এনাম মেডিকেল কলেজ ও হসপিটাল।

আহমাদ-২০০৫ ঢাকার স্কয়ার, এপেলো, ল্যাব-এইড, সিএমএইচের মতো নামী-দামী হাসপাতালের ধারে কাছে সাধারন মানুষ ভিরতে না পড়লেও সাভারের একটি প্রাইভেট মেডিক্যাল কলেজ নিজেদের উজার করে দিয়ে আহতদের সেবা দিয়ে যাচ্ছে। আমরা প্রায়ই দেখে থাকি যে সরক দুর্ঘটনায় অহত হয়ে রোগীরা যখন আশাপাসের হাসপাতাল গুলোতে চিকিৎসার জন্য শরনাপন্ন হয় তখন বেশির ভাগ ক্ষেত্রেই সেই সব হাসপাতাল রোগের আত্নীয় সজনের কাছ থেকে চিকিৎসা করচের কনফারমেশন না পাওয়া পর্যন্ত চিকিৎসা দিতে অগ্রহ প্রকাশ করে না । এজন্য সরকার এই পর্যন্ত করেও এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তপক্ষতে দ্বায়িত্বশীর করতে পারে নি। ছবি: Dr. Md. Enamur Rahman Chairman Enam Medical College & Hospital কিন্তু গত কাল থেকে আমরা ভিবিন্ন মিডিয়ার মধ্যেমে দেখে আসছি যে, সাভারের ভবন ধংশের পর থেকেই স্রোতের বিপরীতে দ্বারিয়ে শুরু থেকেই রোগীর আত্নীয় সজন বা সরকারি কতৃপক্ষের কোনো রকম নির্দেশনা অপেক্ষা না করে নিজ দায়ীত্বে অহত রোগীদের ঘটনা স্থল থেকে সংগ্রহ করে নিয়ে এসে চিকিৎসা দিয়ে যাচ্ছে। একটি বাড়ে জন্য তারা চিকিৎসা করচের কথা চিন্তাভনা করেনি। তাদের কাছে মানুষ ও মনবাতায় সব চেয়ে আগে এসেছে। শুধু মাত্র সামাজিক এ দ্বায়িত্ববোধ থেকে তারা অনবরত কাজ করে যাচ্ছে। এমন দৃষ্টান্ত আমাদের সমাজে দুঃখ্যজনক হলেও সত্যিই বিড়ল। তাই সব অহংকারী হাসপাতালের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রইল এই এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিস্তারিত: Click This Link Long live Enam Medical College. Long live Enamur Rahman.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.