আমাদের কথা খুঁজে নিন

   

অলৌকিক প্রহর : নাফে মোহাম্মদ এনাম'র একটি হরর বই

পৃথিবী সবুজ এবং নীল। মাঝখানে সব কালো। nawrinkhan@gmail.com

কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতর একটা লাইব্রেরিতে পেলাম বইটা। ৩২ পৃষ্টার ছোট্ট বই। ছয়টি গল্প।

কুড়ি টাকা দিয়ে কিনেছি। ব্লগে লেখককে নিয়ে যে তোলপাড় শুরু হয়েছে তা আমাকে বিশ্রি রকম হতাশ করেছে। আমি ব্যক্তিগতভাবে হরর গল্পের ভক্ত। তাই নাফে এনামের গল্প পড়ে ভাল লাগে। মতামত রাখি।

ব্লগে আরো অনেক লেখকের সন্ধান পেলাম যারা বেশ ভাল গল্প লিখেছেন। আমি সব গল্প লেখকদের সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি এবং বলে রাখছি অলৌকিক প্রহর বইটা পড়া না থাকলে আজই একটা কপি কিনুন(ওই কমলাপুর লাইব্রেরিতে আরো দু'চার কপি বরাদ্দ দেখে এসেছি)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।