বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
অনেক দিন ধরেই খুঁজছিলাম রুবিক্স কিউব। অনেকের হাতেই দেখেছি। কিন্তু আমার ছিল না। কাল খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম।
আর দেরী না করে একটা কিনে ফেললাম।
আর তখন থেকেই চলছে এদিক থেকে ওদিন ঘোরানো। মাথাটাই নষ্ট হয়ে গেলো। কিন্তু আমি আর রুবিক্স কিউব মিলাতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে আছাড় মেরে ভেঙ্গে ফেলি।
কিন্তু আবারো জেদ চেপে বসছে।
ওহ!! কি যন্ত্রনা। ধৈর্য্য আর থাকছে না। কিন্তু মিলাতেই হবে। কোন একদিকে সব মিললেও একই রং এর দুটি আর মিলছে না।
আসলে এটার কি কোন নিয়ম আছে? কেউ কি জানেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।