আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ডের / গিনেজবুকের পেছনে বাংলাদেশঃ মাথাটা কি আরও ভাল কিছু করার জন্য করার জন্য খাটানো যেত না?

বাংলাদেশের একটি ঊন্নয়নশীল রাষ্ট। কাগজে কলমে উন্নয়নের ফাকা বুলি আওরালেও একটা বিরাট জনগোষ্ঠি দারিদ্রের কশাঘাতে জর্জরিত। ৩০% লোক দারিদ্রসীমার নিচে বাস কিন্তু তার পরও এ দেশে আজব সব কর্মকান্ড চলে। সেরকম ইদানিং কালের (!) কর্ম হল গিনেজবুকে নাম লিখানো।

ভাবতেই অবাক লাগে যখন সরকার এসব কর্মকান্ডে শুধু সমর্থনই দিচ্ছে না, স্বপ্রনোদিত হয়ে নিজেরাই গিনেজবুকের পিছনে ছুটছে। কিন্তু এতে করে লাভটা কি? জাতীয় পতাকা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়া, গিনেজে নাম লিখাতে না লিখাতে এখন শুরু হয়েছে জাতীয় সঙ্গীত গেয়ে রেকর্ড গড়া। আর তাতে বাজেট দেখে চোখ আমার কপালে উঠল! কোটি কোটি টাকা ব্যয়ের এ রেকর্ডে দেশের জন্য কি ফল বয়ে আনবে সেটা মনে হয় যারা অংশগ্রহন করবে তাদের কারও বোধগম্য নয়, আমার তো নয়ই।

বিস্তারিত নিচে
Your text to link...

http://sfortunehunter.blogspot.sg/2014/03/blog-post_19.html

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.