আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিমান চাকর (লেখক - সন্দীপ রায়ের বাবার পিতামহ)

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

এক কাজি সাহেবের এক চাকর ছিল তার নাম বুদ্ধু । চাকরটা একে বিদেশী ,তাতে বুদ্ধি সুদ্ধির ধার ধারে না--কাজেই কাজি সাহেবের মহা মুস্কিল । চাকরটা কায়দা কানুন কিছুই জানেনা -বাড়িতে লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে । একদিন কাজি সাহেব তাকে দুই ধমক দিয়ে বললেন , "ফের যদি এরকম বেয়াদবী করিস - কাউকে সেলাম না করিস তবে তোকে আমি দেখাব । সকলকে খাতির করবি আর 'সেলাম' বলবি।

" সেই থেকে রাস্তায় বেরিয়ে যাকে দেখে সকলকে বুদ্ধু 'সেলাম' করে । ছেলে বুড়ো মানুষ গরু কাউকে বাদ দেয় না । এক গাধাওয়ালা তার গাধা নিয়ে চলছে- চাকরটা তাকে সেলাম করল আর গাধাগুলোকেও খুব খাতির ক'রে বলল "সেলাম" । তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগল , আর বলল, "দুর আহাম্মক , ওদের বুঝি সেলাম বলতে হয় ; ওদের "হেই হেই করে চালাতে হয় " । বুদ্ধু বেচারা কিছুদুর গিয়ে দেখল একজন শিকারী ফাঁদ পেতে বসে আছে , আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছে ঘুরছে ।

তাই দেখে সে "হেই হেই " করে এমনি চেচিয়ে উঠল যে পাখি- টাখি সব উড়ে পালাল । শিকারী তো চটে লাল ! আর - একদিন এক বড়লোকের বাড়িতে কাজি সাহেবের নেমন্তন্ন । বুদ্ধুও সঙ্গে সঙ্গে গিয়েছে । তারা নবাব বংশের লোক -- আশ্চর্য তাদের আদব কায়দা । খেতে খেতে নিমন্ত্রনকর্তার দাড়িতে একটি ভাত পড়ল - ওমনি একজন চাকর যেন গান করছে এমনি ভাবে গুনগুন করে বলতে লাগল -- ফুলের তলে বুলবুল ছানা তারে উড়িয়ে দেনা-উড়িয়ে দেনা -- অমনি তার মনিব ইশারা বুঝতে পেরে দাড়ি ঝেড়ে ভাত ফেলে দিল ।

কাজি সাহেব বাড়ি এসে বুদ্ধুকে বললেন "দেখলি তো কেমন কায়দা ! আমার দাড়িতে যদি ভাত লাগে তুইও ঠিক তেমন করে বলবি । " তারপরে একদিন কাজি সাহেবের বাড়িতে খুব ভোজ হচ্ছে , কাজি সাহেব চাকরের কেরামতি দেখাবার জন্য ইচ্ছা করে তার দাড়িতে একটি ভাত ফেলে দিলেন আর বুদ্ধুকে চোখ টিপে ইশারা করলেন । বুদ্ধু অমনি চেঁচিয়ে বলল , "সেই যে সেদিন অমুকদের বাড়িতে না কিসের কথা হয়েছিল ? আপনার দাড়িতে তাই হয়েছে -- তা না না না না । " শুনে সব লোক হেসে উঠল । চলবে .... (লেখক --উপেন্দ্রকিশোর রায় ,১৮৬৩ --১৯১৫ইং ,জন্মস্থান: কিশোরগঞ্জের মসূয়া গ্রামে , সুকুমার রায়ের পিতা , সত্যজিত রায়ের পিতামহ , সন্দীপ রায়ের প্রপিতামহ) ।

----আমার এবং আমার পরিবারের প্রিয় সাহিত্যিক পরিবার ; যাদের লেখা এবং সৃষ্টি হরেক রকম আনন্দ নিয়ে অনেক সময়ের নিরানন্দ পৃথিবীকে সহনীয় করে রাখে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.