আমাদের কথা খুঁজে নিন

   

আমি জানতাম না!



ইজরাইল (আজরাইল) সম্পর্কে এই তথ্য গুলো আমি জানতাম না, দেখেনত আপনি জানেন কিনা-- -UN এর জন্মের পর থেকে ইজরাইল এর মত UN Security Council Resolution কেউ violate করে নাই। -এটা আয়তনে আমেরিকার নিউ জার্সি র চেয়ে সমান্য বড়, কিন্তু আমেরিকার অর্থ সাহাজ্যের শতকরা ১/৩ ভাগ পেয়ে থাকে। -বিশ্বের অন্যতম পারমানবিক শক্তি সম্পন্ন একটি দেশ যে কিনা nuclear non-proliferation treaty সাক্ষর করে নি। -পৃথিবীর যে কোন ও দেশ থেকে যে কোনো ইহুদি ইজরাইল এর নাগরিক হতে পারে। -প্যাল্যাস্টাইনের এক শহর থেকে অন্য শহরে যেতে ভিসা লাগে। -ইজরাইল এর প্রাপ্তন প্রধানমন্রি এরিয়েল শ্যরন Sabra ও Chatila র গনহত্যার জন্য দায়ী। -Oslo agreement এর পর থেকে ইজরাইল তার অবৈভ বসতি স্হাপন আরও বৃদ্ধি করেছে। বাৎসরিক ভূমি দখলের পরিমান 1984 1991 1998 42% 60% 74% বিঃদ্রঃ- কেউ আরও কিছু তথ্য দিতে পারলে ভালো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।