..
ঢেউয়ের ঘোমটা ভেঙ্গে রেখে দিয়েছিলে
একটি শপথ;সেই প্রতিশ্রুতি
তরঙ্গের বুকে আজো জমা আছে।
সমুদ্র দেখিনি
লহরী খুঁজিনি
নীলের এমন ব্যাপক বিস্তার দেখে
আমূল চমকে উঠে ফিরে এসেছি
অভিমানে জ্যোৎস্না তার কপাট খোলেনি
অন্ধকার গৃহস্থ-অহংকারে পিঁড়ি পেতে বসেছিল
তমসা-ঘেরা সে বাড়ীতে যাওয়া হয়নি;
বিড়াল-চক্ষু ছিলনা।
সমুদ্র ডেকে গেলে-----
গড়িয়ে গড়িয়ে শুধু অধঃপাতে যাওয়া
আমিতো ঝর্ণা নই। সে ডাক শুনিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।