আমাদের কথা খুঁজে নিন

   

=অনন্তর পরবাসী

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

ঘড়ির কাঁটাকে ঘটিকার ঘরে পাঠিয়ে ওদিকে প্রস্তুত হয়ে নিলাম অফিস যাবো বলে, কেটলিটা কোন মতে চুলায় চাপিয়ে এক হাতে জামার বুতাম আর অন্যহাতে মাখনে মাখামাখি পাওরুটি পুরি মুখে তারপর হতবাক দিনরাত্রিকে ফাইলে পুরে রওয়ানা হলাম ঝড়ের সাথে পাল্লা দিতে রিকশার ঠেলাঠেলি থেকে বাঁচতে পেরেছি বলেই পঁচিশকে দু'ভাগ করে সাড়ে বারতেই ছুঁয়ে দেই হাজিরা মেশিনকে দিতে হওয়া কৈফতি নম্বর, বঙ্গীয় তৃতীয়ার আঁধার ফুঁড়ে বেরিয়েছি বলে এখন প্রথমী দিগন্তে যেন চন্দ্রের বুকে বাস। বয়সী পিয়নেরা হাত কচলায় না এখানে নাকে, মুখে, কাঁধে, পিঠে শুধু কাজ আর কাজ মাঝখানে টেনেটুনে খানিক শুনি যন্ত্রীয় হাসি-গান আহারে বিহার কেন? তৃতীয়রা শেষে খায় পান, গলিত বিকেলকে তাড়িয়ে দৌড়াতে থাকি সাঁঝে টাইয়ের বাঁধনটা কিঞ্চিত ঢিলে করি ব্যতিব্যস্ত জীবনেএ বধূয়ার হাত ছোঁব কিছুটা আবেশ নিয়ে অবসওে; শোন মিস্টার, সে কথা তুলিও রাত আটটার পরে স্বজনের বাড়ী, ক্লাবীয় আড্ডা অথবা ডিনার ঘরে আনন্দ এখানে সিডিউলে চলে উন্নত ভুবনে ঘুমের বড়িতে ঘুমুতে হয় না দিবসের ছকে ঘুম অঙ্কিত স'বি পরিকল্পিত অন্যথা নেই কোন। স্বপ্ন পূরণে স্বর্গে এসেছি প্রমত্ত দিন-কাল তবু অজানায় কেন যে হারাই শ্রাবণ মাসের দাওয়ায় সোনালী ধানের খুশবু উঠোনে আকাশে রূপালী ঢল, ফোঁকলা দাঁতের দাদীর কেচ্ছা মননে তোলে তুফান প্রতীচ্য খাঁচায় প্রাচ্য হৃদয় বন্দীর উপমা অন্তরে আর বৈভবে বাঁধে নিদারুন দামামা। ১৮.০৪.২০০৭ মদীনা মুনওয়ারা, সৌদি আরব। -লেখনীতে, কথায়, আচরণে আর অন্যান্য মাধ্যম হতে পাশ্চাত্য প্রবাসীদের অন্তরের যে অনুভব পেলাম; তাকে সাজাতে চেষ্টিত হলাম। পশ্চিমের বাসিন্দারা সত্যায়ন করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.