আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় অনন্তর 'নিঃস্বার্থ ভালোবাসা'

চলচ্চিত্রকার হিসেবে সাফল্যের পর এবার লেখক হিসেবে অভিষেক ঘটলো অনন্ত জলিলের।

অনন্ত জলিল অভিনীত, পরিচালিত ও প্রযোজিত চলচ্চিত্র 'নিঃস্বার্থ ভালোবাসা'র কাহিনীটি উপন্যাস আকারে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হচ্ছে। বইমেলায় উপন্যাসটি প্রকাশ করছে শব্দশিল্প প্রকাশনী। উপন্যাসটি লিখেছেন অনন্ত জলিল।

'নিঃস্বার্থ ভালোবাসা-হোয়াট ইজ লাভ' চলচ্চিত্রটির কাহিনী ও সংলাপ লেখেন অনন্ত জলিল। এর চিত্রনাট্য লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। চলচ্চিত্রটি গত বছর মুক্তি পায় এবং ব্যাপক সাড়া জাগায়। 'নিঃস্বার্থ ভালোবাসা' উপন্যাসটি আজ থেকে অমর একুশে গ্রন্থমেলার শব্দশিল্প প্রকাশনী স্টলে পাওয়া যাবে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।