একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
রুপ মাধুরী নেই বলে
তুমি লাঞ্ছনায় জর্জরিত
অবহেলিত হয়ে
হয়েছো বারবার উপেক্ষিত।
সবার সাথে হাসি খুশি
নেই কোন অহংকার
ছেঁড়া কাপড়-চোপড় আর
নেই কোন অলংকার।
বস্তির চিরদঃখী ঘরে
জন্ম হয়েছে তোমার
অভাব তোমায় করেছে নিষ্পেষন
তবুও তুমি আশায়।
চোখের আলো থেকেও তুমি
হয়েছ অন্ধ
বিদ্যার আলোতে হয়নি এখনও
তোমার চোখ আবদ্ধ।
মুখে নেই কোন প্রসাধন
এলোমেলো মাথার কেশ
নেই কোন অভিযোগ
আছ তুমি বেশ।
বস্তির জীবনে বাস করেও
নেই কোন ভ্য়
কেমন আছ তুমি?এইতো
মাথা ঝাকিয়ে কয়।
এত কিছু নেই তবুও
মুখে প্রসন্ন হাসি
চিরদুঃখী হয়ে স্বপ্ন দেখো
ষোড়শী তুমি কোন প্রেয়সী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।