আমাদের কথা খুঁজে নিন

   

সমর্থনের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে দলের সমর্থনের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার বিকালে ধানমণ্ডির নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র নাসিম এ কথা বলেন।
‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা না করে কী প্রার্থী ঘোষণা হয়েছে’—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, কেন্দ্রীয় ১৪ দল বৈঠক করে প্রার্থী চূড়ান্ত করেছে। এ নিয়ে কোনো দ্বিধা থাকার কথা নয়। যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


নাসিম বলেন, বিএনপি জামায়াত আবার জ্বালাও-পোড়াওয়ের হরতাল ডেকেছে। এটা অত্যন্ত দুঃখজনক যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যখন এদেশে সফরে এসেছেন, তখন তারা এ হরতাল দিচ্ছে। হরতালের কারণে পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেনকে তার কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয়েছে। তিনি বলেন, এর আগেও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন এদেশে সফরে আসেন, তখন তাঁরা হরতাল দিয়ে তাকে অসম্মানিত করা হয়েছিল।
নাসিম বলেন, পোশাক শিল্পে যুক্তরাষ্ট্র আমাদের একটা বড় খাত।

তাঁরা জিএসপি নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন। কিন্তু বিরোধী দল তাঁদের এটাকে গুরুত্ব না দিয়ে একের পর এক হরতাল দিয়ে যাচ্ছেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এর আগেও হরতাল দিয়েছে। আগামী ৩ জুন সংসদ অধিবেশন ডাকা হয়েছে। তাদের কোনো দাবি থাকলে তা সংসদে গিয়ে বলার সুযোগ আছে।

তাদের সংসদে গিয়ে কথা বলতে প্রধানমন্ত্রীও আহ্বান জানিয়েছেন। কিন্তু তা না করে তারা এ হরতাল ডেকে আবার মানুষেকে আতঙ্কিত করছে। তিনি বলেন, আমি ১৪ দলের পক্ষ থেকে বিএনপিকে অনুরোধ করব তারা যেন হরতাল প্রত্যাহার করে। অন্যথায় জনগণ এ অযৌক্তিক হরতাল প্রত্যাখান করবে। দেশবাসীকে হরতাল বর্জন করে দোকানপাট চালু রাখা ও গাড়ি বের করার আহ্বান জানান তিনি।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার, পঙ্কজ দেবনাথ প্রমুখ। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.