এই একটি বিষয়েই আমি অন্ধবিশ্বাসী হতে চাই, হতে চাই সবচেয়ে বড় চরমপন্থীর চেয়েও চরমপন্থী, সবচেয়ে বড় মৌলবাদী। এই একটি বিষয়ে আমি কোন যুক্তি মানবো না, মানবো না কোন পরিসংখ্যান, কোন সম্ভাব্যতার সূত্র। সারা পৃথিবী আমার বিপক্ষে গেলে আমিও তাদের বিপক্ষেই রয়ে যাবো। শেষ পর্যন্ত রয়ে যাবো আমার আদি অবস্থানে।
আগের ম্যাচে কি করেছে বিবেচ্য হবে না, আমার পূর্ণ সমর্থন থাকবে ওপেনারদের ওপর।
ওপেনার কত রানে আউট হলো, মোটেও বিবেচ্য হবে না; নতুন জুটির ওপর আমার আস্থা থাকবে অবিচল। আগের বলে কি করেছ মনে থাকবে না আমার; বিশ্বাস রাখবো পরের বলটির ওপর, যেটা খেলে তোমরা নিয়ে যাবে জয়ের আরেকটু কাছাকাছি। একটি মুহুর্তের জন্যও আমি ছেড়ে যাবো না তোমাদের।
আমি দেখবো না ব্যাটসম্যানরা টার্গেট কত দিতে সক্ষম হলো, আমি ভাববো না বিপক্ষ দল কত সহজে বা কত মেহনতে ছাড়িয়ে যেতে পারবে তোমাদের। প্রতিটি বলের সময় আমার সমর্থন থাকবে বোলারদের সাথে, ফিল্ডারদের সাথে।
বিপক্ষ ব্যাটসম্যান আগের বলে কী করেছে ভুলে যাবো প্রতিটি বলের আগে, বিশ্বাস রাখবো পরের বলটির ওপর, যেটা আমাদের নিয়ে যাবে বিজয়ের আরেকটু কাছাকাছি।
আমি হবো না ভারতীয় সমর্থকদের মত দুধের মাছি, আমি হবো না ক্যাঙ্গারু আর প্রোটিয়া সমর্থকদের মত নির্লিপ্ত ভদ্রলোক। আমি হবো অনেকটা বার্মি-আর্মিদের মতো। ভালো খেলা, খারাপ খেলা থাকবে আমার সমর্থন অভিধানের বাইরে।
তোমরা ষোল কোটি মুক্তা হতে বাছাই করা সেরা পনেরটি দিয়ে গাঁথা মালা।
তোমাদের সাথে রয়েছে ষোল কোটি নি:শর্ত শুভকামনার অঙ্গীকার। বিশ্বকাপে জয় হবেই সেই প্রার্থনার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।