এশিয়া কাপে পাকিস্তান ভারত ম্যাচ ঘিরে ভারতের মিরাটের পর এবার গ্রেটার নয়ডায় ঘটল একই ঘটনা। এশিয়া কাপে দেশ দুটির মধ্যকার এক ম্যাচ চলার সময় পাকিস্তানের পক্ষে স্লোগান ও হর্ষধ্বনি দেওয়াকে কেন্দ্র করে গ্রেটার নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে চারজন কাশ্মীরের অধিবাসী।
আজ টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল শনিবার ওই ছয় শিক্ষার্থীকে প্রতিষ্ঠানটির হোস্টেল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।
২ মার্চ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার খেলাটি চলার সময় পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ায় সাময়িকভাবে বহিষ্কৃত হন উত্তর প্রদেশের মিরাটের স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী।
বহিষ্কৃত শিক্ষার্থীদের সবাই কাশ্মীরের অধিবাসী বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী কল্যাণ ডিন রণবীর সিং বলেছেন, শৃঙ্খলা রক্ষায় ওই ছয় শিক্ষার্থীকে হোস্টেল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই প্রথম বষের্র শিক্ষার্থী।
ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে শারদা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীদের ১৫ দিন পর আবার হোস্টেলে থাকার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।