আকাশটাকে নামিয়ে দেই, দেই কখনও তারাটা ।
এমনি করেই করছি লালন, প্রেম গাছের এই চারাটা।
চুরি করি বোনের টাকা, ফুটো করি ব্যাংকটাকে।
ধনী সাজি তার কাছেতে, বাড়াই আমার রাংকটাকে।
পায়নাতো মা টাকার হিসেব, পকেট কাটি বাবার।
জোগাই টাকা এমনি করেই , ফ্যান্টাসিতে যাবার।
তাকে নিয়ে পদ্য লিখি, লিখি নানান শের-ও।
উদ্দেশ্য তাকে নিয়ে বই, করতে হবে বেরও।
একশ গোলাপ রোজই কিনি, কখনও হয়না ভুল এতে।
বলেই ফেলি মোবাইল ছিল, এই পরিচয়ের মূলেতে।
চলছিল প্রেম ভালই, একটি বছর পেরিয়ে।
সবটা শুনে দমটা আমার, যাচ্ছিল যে বেরিয়ে।
এই মহিলার প্রেমে নাকি, অনেক ছেলেই পড়িত।
এমনি করেই টাইম পাসটা, উনি নাকি করিত।
সম্পর্ক কাটার কারন জানতে পারি শেষেতে।
ক'দিন পরেই হাসবেন্ড তার আসছে নাকি দেশেতে।
হায়রে বিধি কষ্ট আমার, বুঝাই বল কিভাবে?
কেউ কি আছ? সব ভুলিয়ে বুকের আগুন নিভাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।