হাসি ঠাট্টা করতে খুব ভাল লাগে! তাই কি? সারাদিন খেলাধুলা করছেন, গান-বাজনা শুনছেন, মেয়েদের নিয়ে মজা করছেন। এতো মজার দনিয়ায় 'এপ্রিল ফুল' এর মত দিনও পালন করছেন! মানুষকে মিথ্যা বলে বোকা বানিয়ে মজা নিচ্ছেন। অথচ, মুসলমান হয়েও আপনি বরাবর ইসলামকে নিয়েই ঠাট্টা করছেন, যা আপনি নিজেও জানেন না।
এই দিনে স্পেনে প্রতারক রাজা ফার্ডিনান্ড আদেশ জারি করে, যারা মসজিদে আশ্রয় নেবে তারা নিরাপদ থাকবে। অথচ যালিম খ্রিস্টান শত্রুরা মসজিদগুলিকে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় স্পেনীয় মুসলমানদের।
আর বাইরে থেকে যালিম খ্রিস্টনরা উল্লাসভরে কৌতুক করে সমস্বরে Fool! Fool!! বলে অট্টহাসি আর চিৎকারে মেতে উঠে। দিনটি ছিলো পহেলা এপ্রিল ১৪৯২ ঈসায়ী সন।
মুসলমানদের উপর এত বড় নিষ্ঠুরতার পরও আপনি কি করে এমন জঘন্য দিন পালন করতে পারেন। আপনিও তো সেদিনের সেই শহীদদের একজন হতে পারতেন। আবারও যদি সেই ঘটনার পুনরাবৃত্তি হয়, আপনি কি সেই দিনও এভাবেই ঠাট্টা করে যাবেন? আত্মমর্যাদাবান হতে শিখুন, খালিছ মুসলমান হোন, ইতিহাস জানুন; আপনার ও মুসলমানের শত্রুকে চিনুন, তাদের মোকাবিলা করার শক্তি অর্জন করুন।
সেদিনের সেই নির্মম ঘটনা সম্পর্কে আরও জানুনঃ
লিংক-১
লিংক-২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।