ক্ষমতা কেউ দিয়ে দেয় না, ক্ষমতা অর্জন করতে হয়। এই দুই দিন ধরে বিভিন্ন ব্লগ, ফেসবুক ঘাটাঘাটি করে আসলেই কোন পক্ষ নেবো বুঝতে পারছি না। আমি ব্লগ লেখা শুরু করেছি বেশি দিন হয় নি কিন্তু ব্লগ গুলো ঘাঁটছি অনেক দিন ধরেই। এখন তো একটা ইস্যু তৈরি হয়েছে রাজাকারের ফাঁসি চাই কিন্তু এই রাজনিতি চলছে অনেকদিন আগে থেকেই। কোন দলের নামে ভাল বললেই তুই দালাল যেই শব্দ টা রাজাকার শব্দটার পর খুব বিখ্যাত শব্দ, তাই কারো নামে কিছুই বলতে পারব না আবার যখন কারো নামে খারাপ কিছু বলি তাহলে বলে তুই তো ওই দল করিস।
আসলেই মজার বেপার টা হচ্ছে যে তারা চায় কি।
এখন তো রাজাকারের শাস্তি নিয়েও রাজনিতি হচ্ছে এক দল বলছে যে রাজাকারে ফাঁসি চাই একদল বলছে চাইনা। এক দল বলছে যেই দল ফাঁসি চায় তারা এক দল আবার যে দল ফাঁসি চায়না তারা ও দল। একজন বলছে যে রাজাকারের ফাঁসি চাচ্ছেন তাহলে সাংবাদিক দম্পতি যে খুন হয়েছে তার দাবি চান, একদল বলছে বিশ্বজিৎ হত্যার বিচার চান। এখানেই তো নির্বাক জনতা অর্থাৎ আমি কার পক্ষ নেবো।
কিছু বলার নেই তাদের সম্পর্কে যারা রাজাকারের ফাঁসির দাবির সাথে অন্য কোন দাবি তুলে দিচ্ছে কারন এখানে দাবি করা হচ্ছে যুদ্ধাপরাধির বিচার চাই আর তারা বলছে বর্তমান বিচার এর কথা। আমরা বলে বা কয়ে কি করব আমাদের ওই মিছিল টা ছাড়া আর কিছু করার নেই। কারন বাংলাদেশের গনতন্ত্র এখানেই শেষ। তুললে সকল দাবি একসাথে তুলা যায় কিন্তু আমাদের সরকারের একটা দাবি মানতে রাস্তাই ১০ দিন বসে থাকতে হয়। তাহলে এতো দাবি যদি একসাথে তুলা হয় তাহলে তো আর রাস্তা থেকে উঠা যাবে না সব কাজ ফেলে রাস্তায় পরে থাকতে হবে।
অনেকে বলে যারা শাহাবাগে আন্দোলোন করছে তারা নাকি পাগল অথচ এই পাগল গুলই কিন্তু সংখ্যায় বেশি তাহলে কি ভাল মানুষের সংখ্যা কম অর্থাৎ দেশ কি পাগলে চালায় তাহলে ওই ভাল মানুষ দের কাছে দাবি আপনারা পাগলদের সাথে যোগ দিন নাহলে আপনাকে মানুষ পাগল বলবে। আবার ভাল মানুষরা যা বলছে তাও ঠিক। তাহলে এবার সকলের কাছে প্রশ্ন কার পক্ষ নেবো এ পক্ষ, ও পক্ষ, না নিরপেক্ষ।
শান্তি তো নিরপেক্ষ নিয়েও নেই কারন তখন বলবে তুই তলেতলে ঠিকই অন্য পক্ষ করিস। নিরপেক্ষ হতে পারব কিছু বলতে পারবনা।
তাহলে নিজের স্বাধীনতা কই। আর স্বাধীনতার কথা আসলে তো আজ ব্লগ শেষ হবে না। সেদিন একটা ব্লগ লিখলাম সেখানেও একই কমেন্ট পেলাম কই যাবো ভাই কই যাবো। কিন্তু একটা জিনিস বলে যাই রাজনিতি আর রাজাকারের ফাঁসি এক কইরেন না আপনারা যারা এই কাজ করছেন তারাও এক সময় বুঝবেন যে কিসের সাথে কি মিলিয়েছি। আমি অনেক দূরে আছি যদি ঢাকা থাকতাম তাহলে সেই শাহাবাগের পাগল গুলার সাথে যোগ দিয়ে পাগল হতাম।
আর আপনারা যারা তাদের পাগল বলছেন আপনাদের ও অনুরোধ পাগল গুলার সাথে যোগ দেন দেশের উপকার হবে। এর পর আপনাদের দাবি পেষ করুন আসা করি তাও মানা হবে। কিন্তু সব বুঝলেও একটা জিনিস বুঝলামনা তা হল কার পক্ষ নেবো এ পক্ষ, ও পক্ষ, না নিরিপেক্ষ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।