আমাদের কথা খুঁজে নিন

   

মানবতার কথা কি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে?

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

পৃথিবীর বিভিন্ন প্রান্তে দূর্যোগ আক্রান্তদের নিয়ে অনেক বড় বড় প্রচারণা হয়। আমরা সেসব প্রচারণায় অংশগ্রহন করি... অনেক কিছু বলি। কিন্তু শেষ পর্যন্ত সত্যিকারের কাজ করার জন্য কতজনকে পাওয়া যায়? অনেকেই হয়তো ভাবেন আসলেই কাউকে পাওয়া যায় না। কিন্তু সেটা সত্যি নয়। গতবছর চট্টগ্রামে যখন ভূমিধ্বসে অনেক মানুষের প্রাণহানী হলো তখন মাত্র দুইদিনের ঘোষনায় ব্লগারদের উদ্যোগে আমরা লাখ টাকার তুলে ফেলতে সক্ষম হয়েছিলাম।

সেই সাহায্য নিয়ে সামহোয়্যারইন ব্লগের পক্ষ হতে একটি টীম গিয়ে দুর্গতদের হাতে হাতে সাহায্য ও ভবিষ্যতে আরো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলো। সৌভাগ্যক্রমে সেই উদ্যোগে আমারও কিঞ্চিত ভূমিকা ছিলো। এর আগেও দেখেছি প্রয়োজনের সময় আমরা শুধু কথায় নয় কাজেও প্রমাণ করে দিতে পারি যে আমরা সত্যি মানুষের জন্য কিছু করতে প্রস্তুত। গত তিন বছরের ব্লগিং ইতিহাসে আরো অনেক বড় বড় সাহায্যের কাজ হয়েছে। এসব ঘটনা আমাদেরকে আশাবাদী করে।

কোথাও দূর্যোগ হলে আমরা যে সত্যিকার সাহায্য নিয়ে এগিয়ে যেতে পারবো সেটা নিশ্চিত করে। পুরোবিশ্বের দাবী উপেক্ষা করে ইসরায়েলীরা ফিলিস্তিনের উপরে অনৈতিক হামলা অব্যহত রেখেছে। হামলার ক্ষয়ক্ষতির দিকে তাকালে যেকোন বিবেকবান মানুষেরই হৃদয় কেঁপে ওঠবে। আর এই হামলায় যারা আহত এবং বিপদগ্রস্থ তাদের সাহায্যে এগিয়ে আসা প্রতিটি বিবেকবান মানুষের অবশ্য কর্তব্য বলে মনে করি। আর এই লক্ষ্যেই islamic-relief.com এর উদ্যোগে ফিলিস্তিনিদের মানবিক ও আর্থিক সাহায্য পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ থেকে যারা সাহায্য পাঠাতে আগ্রহী তাদের জন্য বিশেষ সুখবর হচ্ছে বাংলাদেশ থেকে আগামী ৯ জানুয়ারী এক ভাই সরাসরি সাহায্য নিয়ে তাদের কাছে যাচ্ছেন। যারা সাহায্য করতে চান তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আগামী ৮ জানুয়ারী ২০০৯ এর মধ্যে আর্থিক সাহায্য পৌঁছে দিতে পারেন। আগ্রহীরা মোবাইলে সরাসরি যোগাযোগ করে সাহায্য পৌঁছে দিতে পারবেন। মোবাইল নং- 01713415888 (Zubair Idris) ফিলিস্তিনিদের দূর্দিনে এগিয়ে আসুন।

একটি টাকা দিয়ে হলেও....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।