আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপ ৪ ( ভালোবাসাকে বাচাতে হিন্দী শেখা)

আমার পরানে যে সুর বাজিছে ...............

ছেলে- হিন্দী শেখা শুরু করলাম। মেয়ে- তাই? পরীক্ষা হোক কতটুকু জানো। বলো মাহী মানে কি?-মাহী ... হুমম... প্রিয়। -পারছো। এইবার কঠিন একটা শব্দ জিজ্ঞেস করি, বলো সাইয়া মানে কি? -যদি পারি, তবে কি পাব পুরষ্কার? -একটা চুমু দিব।

-সাইয়া মানে বন্ধু। -পারছো। -হা হা হা। -এইবার বলো দামন মানে কি? -এইটা পারলে কি পুরস্কার? -চুমু। -কিন্তু এটা আমি দিব, এবং আমার যেখানে ইচ্ছে।

-থাক। অর্থ বলা লাগবে না। বলো হঠাৎ হিন্দী শেখার জন্য ক্ষেপে উঠলে কেনো? -তোমার জন্য। আমাদের প্রেমকে টিকিয়ে রাখার জন্য। ইদানীং কালের প্রেমের ভাষাই হচ্ছে হিন্দী।

-আমার জন্য? প্রেমের জন্য? চাপা মাইরো না। -তোমার জন্যেই ত বটে। তুমি ফ্লুইড মেকানিক্স জানো না, আমি জানি না ইতিহাস। আমি দেখি হলিউডের মুভি, তুমি দেখো বলিউড। আমি শুনি না গান, তুমি গানের পাগল।

আমাদের কথা বলার জায়গা কমে যাচ্ছে। তুমি একসময় বিরক্ত হয়ে পড়বে। যেন আমাকে কোনোদিন য়ার আকর্ষনীয় না লাগে? তাই হিন্দী শেখা শুরু করলাম। এখন তোমার সাথে সিনেমা নিয়ে কথা বলা যাবে, গান নিয়ে কথা বলা যাবে। কপাল খারাপ হলে যদি আমরা বিয়ে করি, একসাথে বসে সিরিয়ালও দেখতে পারব।

-হুমম। তুমি আমার জন্য হিন্দী শিখলে, আমি তোমার জন্য কি শিখি? -আমার পরানে যে সুর বাজিছে, তাহার তালটি শেখো। ..................................................................... ভাইরা,আমাকে অভিনন্দন জানান। আমি বিখ্যাত হয়ে যাচ্ছি। আমার ব্লগ কপি হয় নেটে।

কে কপি করছে, কোন সাইটে করছে। সেইটা বলব না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।