আর নয় হত্যা স্বজন হারানোর নতুন কোন কাব্য আর নয় গণতন্ত্রের নামে স্বৈরাচারী লম্ফ ঝম্ফ নিরাপদ রাজপথ নিরপদ নগরী চাই মানুষ হয়ে মানবের মত বাঁচিবার চাই মুক্তি চাই কেওয়াস হট্টগুল থেকে স্বাধীন বাংলার শান্তি চাই । রাজণীতির ব্যস্ত সমীকরণে স্বচ্ছতা চাই মিথ্যার মৃত্যু চাই মিথ্যুকের অপসারণ চাই বিশৃংখলা নয় সুশৃঙ্খল শান্তি ও সহমর্মিতার রাজনীতি চাই মানুষের অধিকার চাই মানুষে মানুষে ভেদাভেদ এর অবসান চাই । রাজপথ সিংহাসনের সংলাপ চাই ক্ষমতার ক্ষমতাহীনের সন্ধি চাই । বিরোধীদল সরকারীদল নয় দলে দলে কোন্দল আর নয় জিঘাংসার রাজনীতির অবসান চাই দলীয় সন্ত্রাস থেকে দেশবাসী মুক্তি চাই। পরস্পরকে সমীহ করার শ্রদ্ধা করার মানসিকতা চাই ঝগড়া বিবাদ কোন্দল নয় সংলাপ চাই । অর্থপূর্ণ কার্যকরী সফল সংলাপ চাই প্রহসন নয় মানুষের কষ্ট লাঘব চাই শান্তি প্রতিষ্ঠার গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ চাই সংলাপ চাই, সংলাপ চাই । সুজল সুফলা শস্য শ্যমলা আমাদের এই বাংলায় শান্তির ঐক্যের প্রগতির গণতন্ত্রের সংলাপ চাই, সংলাপ চাই । ---------------------------------------------------------- উৎসর্গ নান্দনিক অভিনেতা হুমায়ূন ফরীদি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।