নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখন কিছু বলতে পারছিনা... অনুসন্ধান কখন শেষ হবে সেটাও জানি না আমি । সচেতন ও বলা যায় না নিজেকে অচেতন ও না তাই আমার এই অবচেতন অবস্থান ।
10.10.10 আমার বার্থডে ছিল , তারপরো সাধারন ভাবেই কেটেছিলো দিন টা । 11.11.11 , 12.12.12 সব গুলোই কেটেছে বোরিং ভাবে । তাই আগামীকালের 11.12.13 নিয়ে খুব একটা এক্সপেক্টেশন নাই ।
তারপরো দেখি কালকে সকাল! ১ টার আগে ঘুম থেকে উঠতে পারি কিনা
* শুনলাম আজকে তারানকো ভাইয়ের সাথে মিলে ফকরূল ভাই আর আশরাফ ভাই বৈঠক করছে কোথায় যেন । বৈঠকে কি বলসে জানিনা তবে তারা চাইলেই কিন্তু পারে কালকের দিনটাকে দেশটার জন্য স্পেশাল করে তুলতে ।
তবে বৈঠকে সংলাপ যদি নিম্নরূপ হয় তবে দেশের জন্য মঙ্গল হবে কিনা জানি না ।
তারানকো : বাঈ আপনালা শমজোটা খরুন ।
ফকরূল : বাহ! ভাইতো ভালো বাংলা বলেন!
আশরাফ : আমি এটা আগেই খেয়াল করসি তারানকো ভাই ভালো বাংলা
বলেন!
তারানকো : হাপনারা শমজটা খরছেন টাওলে ?
ফকরূল : আমরা তো অনেক আগে থেকেই রাজী , নির্বাচন পিছানো হোক আর নির্দলীয় সরকার দেওয়া হোক আমরা রাজী ।
সব আন্দোলন বাতিল করবো অবিলম্বে ।
আশরাফ: আমরা তো শুরু থেকেই রাজী! আমাদের মাননীয় প্রধান মন্ত্রী ফোন পর্যন্ত দিয়েছেন ! এখন সংবিধানের ভিতরে থেকে যা সম্ভব আমরা সব করতেই প্রস্তুত !
তারানকো : টাওলে শমজটা অচ্ছে টো ?
........
.........
আশা করা যায় ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।