পর্যটনের অপার সম্ভাবনায় ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি-খ্যাত বান্দরবান এখন পর্যটকদের পদভারে মুখরিত। পরিবারের সঙ্গে কিংবা বু-বাব নিয়ে উপভোগ করার জন্য এখন সবাই দলে দলে ছুটে আসছেন বান্দরবানে। হোটেল-মোটেলগুলো এখন জমজমাট। ইতোমধ্যে সব হোটেল-মোটেল এবং রেস্টহাউসগুলো বুকিং হয়ে গেছে। ভরে গেছে শহরের সব হোটেল-মোটেল।
তবে থাকার ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনেকে আগেই হোটেল-মোটেলগুলো বুকিং দিয়ে রেখেছেন। পর্যটকদের স্বাগত জানাতে আগে থেকে সম্পূর্ণ প্রস্তুত হয়ে থাকে পাহাড় ও ঝিরি-ঝরনার শহর বান্দরবান।
প্রতিবছর পর্যটন মওসুমে বান্দরবানে কয়েক হাজার পর্যটকের আগমন ঘটে। পর্যটকদের নিরাপত্তার জন্য নেয়া হয়েছে প্রশাসন ও আইন-শৃক্মখলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা। অভিজাত হোটেল-মোটেল ও রেস্টহাউসগুলো বুকিং হওয়ার পর সাধারণ মানের হোটেলগুলোতেও বুকিং দিচ্ছে লোকজন।
অন্য সময় যেসব হোটেলে পর্যটকরা থাকতে অনীহা দেখাত এবার থাকার ব্যবস্থা না পেয়ে সেসব হোটেলেও বুকিং দিতে তারা বাধ্য হচ্ছেন। বান্দরবানের মেঘলায় রয়েছে দুটি ঝুলন্ত সেতু, যা দেশের অন্য কোথাও নেই। সেখানে আরো রয়েছে মিনি সাফারি পার্ক, শিশুপার্ক, প্রাকৃতিক লেক, চিড়িয়াখানা, চা বাগানসহ পর্যটকের মনে দোলা দেয়ার নানা আয়োজন। এছাড়াও নীলাচলে পাহাড়ের সঙ্গে আকাশ মিতালি গড়েছে। সপটটিতে প্রয়োজনীয় তেমন সুবিধা না থাকলেও দেশী-বিদেশী যে কোনো পর্যটক সপটটিতে গিয়ে মুগ্ধ হতে বাধ্য।
এ জেলায় রয়েছে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয় দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ক্যাওক্রাডংসহ অসংখ্য পাহাড়। রয়েছে বাংলার দার্জিলিংখ্যাত চিম্বুক, যেখানে অনায়াসে মেঘের ছোঁয়া পাওয়া যায়। এছাড়াও রিজুক ঝরনা নিজস্ব গতিতে সব মওসুমেই থাকে সচল। শহরের অদূরে শৈলপ্রপাতের স্বচ্ছ পানি বয়ে চলছে অবিরাম ধারায়। এছাড়াও পুলপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের স্বর্ণজাদি জেলার পর্যটনের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা।
সব মিলিয়ে পর্যটকের মন জয়ের সবকিছুই আছে এখানে। এছাড়াও এই জেলায় মারমা, ত্রিপুরা, মরং, বম, তঞ্চঙ্গ্যা, খুমি, খেয়াং, পাক্মেখা, চাকমা, চাক, লুসাইসহ ১৩টি আদিবাসী সম্প্রদায় বসবাস করে। দেশের অন্য কোনো জেলায় এত আদিবাসীর বসতি নেই। আধিবাসীদের বৈচিত্রময় জীবনচিত্র মানুষের মনকে উৎফুল্লা করে তোলে। বান্দরবানে রয়েছে পাহাড়ের পর পাহাড়, দিগন্তজোড়া আকাশের সঙ্গে মিশে সৃষ্টি হয়েছে পাহাড়ি সমুদ্রের।
বান্দরবানের যেদিকে চোখ যায় দেখা মিলবে এ পাহাড়ি সমুদ্রের। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তাই বান্দরবানের পর্যটকদের ভিড় পড়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।